বিশ্ববাংলায় গিয়ে উৎসাহ শিল্পীদের

সোমবার উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে দার্জিলিংয়ের ম্যালে মর্নিংওয়াকে গিয়ে সেই নজির আবারও তুলে ধরলেন রাজ্যবাসীর কাছে।

Must read

ব্যুরো রিপোর্ট : মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে দার্জিলিংয়ের ম্যালে মর্নিংওয়াকে গিয়ে সেই নজির আবারও তুলে ধরলেন রাজ্যবাসীর কাছে। পথচলতি স্থানীয় মানুষের সঙ্গে কথা বললেন। ছোট্ট শিশুর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন। ঝুঁকে হাঁটতে দেখে এক পাহাড়ি বৃদ্ধার কাছে এগিয়ে গেলেন তিনি। কোমর ব্যথা তাই বেল্ট পরার পরামর্শ দিলেন। ম্যালের রাস্তায় হাঁটতে হাঁটতেই ঢুকে পড়েন বিশ্ববাংলার স্টলে। গরমে পাহাড়ে পর্যটকের ভিড়। স্টলের কর্মীরাও ব্যস্ত। তাঁরা হঠাৎ দেখেন স্টলে ঢুকছেন মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবেই অভ্যর্থনা জানাতে ব্যস্ত হয়ে পড়েন সকলে। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী তো সকলের প্রিয় দিদি। উদার মানসিকতা। কর্মীদের কাছে নিজেই এগিয়ে যান। কথা বলেন সকলের সঙ্গে। হস্তশিল্পীদের তৈরি নানান সামগ্রী নেড়েচেড়ে দেখেন।

আরও পড়ুন-বামেদের বিশৃঙ্খলা

একটি ব্যাগ দেখে বলেন, ‘‘খুব সুন্দর। আমার কাছে এইরকম একটা আছে। যত দেখি ততই মনে হয় কিনে নিই।’’ তাকের মধ্যে রাখা একটি শাল দেখিয়ে এক কর্মীকে দাম জিজ্ঞাসা করেন। এরপরই দীর্ঘ করোনা পরিস্থিতিতে ব্যবসার কোনও অসুবিধা হয়েছে কি না জানতে চান। স্টলে বিক্রি কেমন হচ্ছে জানতে চাওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রী কর্মীদের বেতন সঠিক সময়ে হচ্ছে কি না তাও জিজ্ঞাসা করেন। শুধু তাই নয়, স্টলে আসা ক্রেতা, পর্যটকদের সঙ্গে কথাও বলেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে পেরে আপ্লুত পর্যটকরা। স্টলে এসে তাঁদের বাড়তি পাওনা মুখ্যমন্ত্রীর মুখোমুখি হওয়া, এমনটাই জানালেন তাঁরা। বিশ্ববাংলা স্টল থেকে বেরিয়ে মহিলা নিরাপত্তাবাহিনী উইনার্সদের মহড়া দেখলেন মুখ্যমন্ত্রী।

Latest article