সংবাদদাতা, কাঁথি : কাঁথি পুরসভার উপপ্রধান হিসেবে মঙ্গলবার শপথ নিলেন সুপ্রকাশ গিরি। প্রধান সুবলকুমার মান্না তাঁকে এদিন শপথবাক্য পাঠ করান। এই উপলক্ষে কাঁথি পুরসভার হলঘরে আয়োজিত অনুষ্ঠানে পুরকর্মীদের উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। শপথগ্রহণের পর চেয়ারম্যান ও পুরকর্মীরা সুপ্রকাশ গিরিকে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা ও স্বাগত জানান।
আরও পড়ুন-কেন্দ্রের জনবিরোধী নীতি, পেট্রোপণ্য, ওষুধ ইত্যাদির দামবৃদ্ধি প্রতিবাদে উত্তাল দক্ষিণবঙ্গ
১৩ নম্বর ওয়ার্ড থেকে এবার কাউন্সিলর নির্বাচিত হয়েছেন তিনি। সেই ওয়ার্ডের বহু বাসিন্দা এদিন উপস্থিত ছিলেন। উপপ্রধান হয়ে সুপ্রকাশ জানান, ‘‘অধিকারীদের জমানা এখন অতীত। ৪০ বছর পর কাঁথির মানুষ অধিকারীদের বিরুদ্ধে রায় দিয়েছেন। স্বচ্ছ ও গতিশীল পুর পরিষেবার মাধ্যমে আমরা মানুষের সেই আস্থার মর্যাদা দেব। এই পুরসভাকে মডেল পুরসভা হিসেবে গড়ে তুলব।’’ চেয়ারম্যান সুবল মান্না বলেন, ‘‘সুপ্রকাশ গিরি নতুন প্রজন্মের প্রতিনিধি। তিনি আসায় কাজে আরও গতি বাড়বে। সবচেয়ে বড় কথা, এবার একটা পরিবারের খেয়ালখুশিমতো পুরসভা চলবে না। মানুষকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিকভাবে এগোবে।’’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়
আরও পড়ুন-অস্ত্র-সহ ধৃত বিজেপি নেতা
ইতিমধ্যেই কাঁথি পুরসভা বেশ কিছু জনমুখী প্রকল্প গ্রহণ করেছে। একদিকে সাতবার কাউন্সিলর হিসেবে জয়ী হয়ে, রেকর্ড গড়া অভিজ্ঞ চেয়ারম্যান সুবল, অন্যদিকে তরুণ তুর্কি সুপ্রকাশ—এই দুই ইঞ্জিনে ভর করে এবার পুরসভা এক্সপ্রেস গতিতে দৌড়বে বলে আশা করছেন পুরবাসী।