দলের নির্দেশ মেনেই কালনায় পুরবোর্ড

দলের শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তকে শিরোধার্য করে তৃণমূলশাসিত কালনা পুরবোর্ডের প্রথম সভা নির্বিঘ্নে সম্পন্ন হল।

Must read

সংবাদদাতা, কাটোয়া : দলের শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তকে শিরোধার্য করে তৃণমূলশাসিত কালনা পুরবোর্ডের প্রথম সভা নির্বিঘ্নে সম্পন্ন হল। মঙ্গলবার দল-নির্বাচিত প্রতিনিধি হিসাবে আনন্দ দত্ত পুরপ্রধান ও তপন পোড়েল উপপ্রধান হিসেবে শপথ নিলেন। বোর্ড গঠনের সভাটি হল মহকুমা শাসকের কার্যালয়ের মাইনরিটি সভাকক্ষে।

আরও পড়ুন-পরিবারতন্ত্রের অবসান কাঁথি পুরসভায় গণতন্ত্র

শপথ নিয়ে দুই পুরকর্তাই বলেন, ‘‘কালনার উন্নয়ন ও উন্নত পরিষেবা প্রদানই অগ্রাধিকার। মমতা বন্দ্যোপাধ্যায় যেসব জনমুখী প্রকল্প ও পরিষেবা চালু করেছেন, সেগুলির সুবিধে যাতে পুরসভার সমস্ত মানুষ পান, সেই লক্ষ্যেই এই বোর্ড কাজ করবে। খুব তাড়াতাড়ি পরিকল্পনা রচনা করে তা রূপায়ণে নামা হবে।’’ বোর্ড গঠন ঘিরে যাতে গোলমাল না বাধে তার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছিল। তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জানান, ‘‘রাজ্য নেতৃত্বের নির্দেশে পুরপ্রধান ও উপপ্রধান শপথ নিয়েছেন।’’ ১৬ মার্চ এ নিয়ে ব্যাপক গন্ডগোল হয়। স্থগিত হয়ে যায় শপথগ্রহণ।

Latest article