মতুয়াদের নিয়ে ধর্মের তাস খেলছেন মোদি

মতুয়াদের দেওয়া প্রতিশ্রুতি একে একে পূরণ করেছেন। মতুয়াদের দাবিমতো হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করেছেন।

Must read

সংবাদদাতা, ঠাকুরনগর : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়াদের দেওয়া প্রতিশ্রুতি একে একে পূরণ করেছেন। মতুয়াদের দাবিমতো হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করেছেন। বুধবার সেই ছুটি। অথচ একাধিকবার বহু প্রতিশ্রুতি দিয়েও পালন করেননি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। সেই কারণে মতুয়ারা বিজেপি থেকে মুখ ফিরিয়েছে। তার উপর রাজ্য বিজেপির অবহেলার কোপে মতুয়ারা। ফলে কেন্দ্র ও রাজ্যে অবহেলিত হয়ে মতুয়ারা বিজেপির উপর ক্ষুব্ধ।

আরও পড়ুন-দলের নির্দেশ মেনেই কালনায় পুরবোর্ড

তাই মতুয়াদের মন পেতে ধর্মের তাস খেলতে আসরে নামলেন। বেছে নিলেন মতুয়াদের সবথেকে প্রিয় ও শ্রদ্ধার অনুষ্ঠান বারুণী মেলাকে। হরিচাঁদ ঠাকুরের ২১১তম জন্মতিথি উপলক্ষে উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে মঙ্গলবার থেকে শুরু হওয়া মতুয়া ধর্ম মহামেলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন বিকেলে মতুয়াদের উদ্দেশ্যে দিল্লি থেকে ভার্চুয়ালি বিশেষ ভাষণ দেন। প্রধানমন্ত্রীর ভাষণ শোনানোর জন্য ঠাকুরনগরে জায়াট স্ক্রিন বসানো হয়েছে। ঠাকুরবাড়ি সূত্রে জানা গিয়েছে, আগামী এক সপ্তাহ এই মেলা চলবে।

আরও পড়ুন-পরিবারতন্ত্রের অবসান কাঁথি পুরসভায় গণতন্ত্র

মতুয়া সংঘাধিপতি তথা প্রাক্তন সাংসদ মমতা ঠাকুর বলেন, মতুয়াদের মন পেতে মতুয়াদের এই বিশেষ দিনকে বেছে নিলেন প্রধানমন্ত্রী। এটা আমাদের দুর্ভাগ্য কারণ ওঁরা বহু প্রতিশ্রুতি দিয়ে পালন করেননি। উল্টে মতুয়াদের বারবার অপমান করেছে বিজেপি। মতুয়াদের মন পেতে মতুয়া ধর্মকে ব্যবহার করছে বিজেপি।

Latest article