ডাকার, ৩০ মার্চ : কাতার বিশ্বকাপে খেলার স্বপ্ন অধরাই থাকছে মহম্মদ সালাহর (Mohammed Salah)। কারণ টাইব্রেকারে সেনেগালের কাছে হেরে বাছাই পর্ব থেকেই ছিটকে গিয়েছে মিশর। অন্যদিকে, দীর্ঘ ১৬ বছর পর বিশ্বকাপের আসরে দেখা যাবে না আফ্রিকার আরেক দেশ নাইজেরিয়াকে।
চলতি বছরের শুরুতেই আফ্রিকা কাপ অফ নেশনসের ফাইনালে সেনেগালের কাছে হেরে গিয়েছিল মিশর। এবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। নিজেদের ঘরের মাঠে প্রথম লেগের ম্যাচে সেনেগালকে ১-০ গোলে হারিয়েছিল মিশর। ফিরতি লেগের ম্যাচটা ড্র করলেই কাতারের টিকিট পেয়ে যেতেন সালাহরা। কিন্তু ০-১ গোলে হেরে যাওয়ার সুবাদে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। আর সেখানে পেনাল্টি মিস করে দলকে ডুবিয়েছেন সালাহ-সহ মিশরের আরও দুই ফুটবলার জিজো এবং মোস্তাফা মহম্মদ।
আরও পড়ুন: নিজেদের অধিকার আদায় করে নিয়েছি, লক্ষ্যপূরণ করে বার্তা রোনাল্ডোর
তবে পেনাল্টি শুটআউটের সময় মিশরের ফুটবলারদের চোখ তাক করে সারাক্ষণ লেজার রশ্মি ফেলেছেন গ্যালারিতে উপস্থিত সেনেগাল সমর্থকরা। ফলে পেনাল্টি নেওয়ার সময় ফোকাস নড়ে গিয়েছিল সালাহদের (Mohammed Salah)। খেলা শেষ হওয়ার পর, মিশরের ফুটবলারদের লক্ষ্য করে জলের বোতল, বিয়ারের ক্যানও উড়ে আসে গ্যালারি থেকে। ফলে কড়া নিরাপত্তার মধ্যে মাঠ ছাড়তে হয়েছে সালাহদের।
এদিকে, ঘরের মাঠে ঘানার বিরুদ্ধে ১-১ ড্র করে বিশ্বকাপ স্বপ্ন শেষ নাইজেরিয়ার। প্রথম লেগের ম্যাচটা গোলশূন্য ড্র হয়েছিল। কিন্তু অ্যাওয়ে গোলের সুবাদে নাইজেরিয়াকে টপকে কাতারের টিকিট পেয়ে গেল ঘানা। ম্যাচের পর ক্ষিপ্ত নাইজেরীয় সমর্থকরা মাঠে ঢুকে ডাগআউট এবং বিজ্ঞাপনের হোডিং ভাঙচুর করেন।