মেয়েদের বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়া

Must read

ওয়েলিংটন, ৩০ মার্চ: মহিলা বিশ্বকাপের (ICC Women’s World Cup 2022) প্রথম সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিল অস্ট্রেলিয়া (Australia)। অ্যালিসা হিলির দুরন্ত শতরানের সৌজন্যে ক্যারিবিয়ানদের ১৫৭ রানে চূর্ণ করে ফাইনালে উঠল তারা। এই নিয়ে সপ্তম বার ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়া। রবিবার মেগা ফাইনালে দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড ম্যাচের বিজয়ীর মুখোমুখি হবে তারা।

আরও পড়ুন: নিজেদের অধিকার আদায় করে নিয়েছি, লক্ষ্যপূরণ করে বার্তা রোনাল্ডোর

বুধবার ওয়েলিংটনে বৃষ্টির কারণে ম্যাচ শুরু হতে দেরি হয়। শেষ পর্যন্ত ম্যাচ দাঁড়ায় ৪৫ ওভারের। ওয়েস্ট ইন্ডিজ টস জিতে ফিল্ডিং নিলেও সেই সিদ্ধান্ত তাদের বিপক্ষে যায়। প্রথম উইকেটেই অস্ট্রেলিয়া (Australia) তুলে ফেলে ২১৬ রান। অসাধারণ খেলেন দুই ওপেনার অ্যালিসা হিলি এবং র্যা চেল হেনেস। ১৭টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ১০৭ বলে ১২৯ রান করে আউট হন হিলি। এর পর ব্যক্তিগত ৮৫ রান করে ফেরেন হেনেস। পরের দিকে মেগ ল্যানিং (অপরাজিত ২৬) এবং বেথ মুনির (অপরাজিত ৪৩) দাপটে ৪৫ ওভারে ৩ উইকেটে ৩০৫ রানের বড় স্কোর করে অস্ট্রেলিয়া। জবাবে অস্ট্রেলীয় বোলারদের আঁটোসাঁটো বোলিংয়ের সামনে মাত্র ১৪৮ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।

Latest article