সংবাদদাতা, আসানসোল : প্রচারে এসে আদিবাসীদের সঙ্গে নাচে পা মেলালেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহা। বুধবার আসানসোলের রবীন্দ্র ভবনে আসানসোল লোক সভা উপনির্বাচনকে সামনে রেখে আদিবাসী, সমর্থকদের নিয়ে একটি সভা করেন জেলা তৃণমূল নেতৃত্ব।
আরও পড়ুন-নৌকো দিয়ে জাহাজকে ঘেরাও
এদিনের সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী মলয় ঘটক, আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক-সহ জেলা তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। নির্বাচনী সভার শেষলগ্নে আদিবাসীরা নৃত্যকলা প্রদর্শন শুরু করতেই তাঁদের নাচে পা মেলান তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। এদিন তৃণমূল প্রার্থী বলেন, এর আগে আমি ‘কালা পাত্থর’ সিনেমাতে নেচে ছিলাম। আজকে আসানসোলে এসে আদিবাসীদের সঙ্গে পায়ে পা মিলিয়ে মাদলের তালে তালে নাচতে পেরে একাত্ম হয়ে গিয়েছি। সহজ, সরল এই মানুষগুলোকে যেন অত্যন্ত কাছের মানুষ মনে হচ্ছে। অত্যন্ত ভাল মানুষ হন এই আদিবাসীরা।