দেবর্ষি মজুমদার, রামপুরহাট : বগটুইয়ে পৌঁছেই মুখ্যমন্ত্রী বলেছিলেন গ্রামছাড়াদের বাড়ি ফেরাতে হবে। তাঁর নির্দেশমতো আটদিন পর প্রশাসনের সহযোগিতায় মিহিলাল, ছেলে কিরণ শেখ, দাদা বানিরুল, আবদুল শেখ-সহ মোট দশজন ফিরলেন বুধবার। তবে বাড়ি মেরামতির জন্য আপাতত কিছুদিন বগটুই লাগোয়া কুমাড্ডায় শেখলাল শেখের মেয়ে সাজিনা বিবির বাড়িতে থাকবেন তাঁরা। মন ভারাক্রান্ত।
আরও পড়ুন-নতুন কর না চাপিয়ে হাওড়ায় উন্নয়ন
চোখে-মুখে ক্লান্তির ছাপ। তবুও গ্রামে ফিরে আসতে পেরে সংবাদমাধ্যমে প্রশাসনের ভূমিকার প্রশংসা করেছেন মিহিলাল। ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মিহিলাল শেখ বলেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পাশে দাঁড়িয়েছেন। পুলিশ প্রশাসন সবসময় সাহায্য করছে। বিডিও, ডিএম আমাদের পাশে। আমরা কৃতজ্ঞ।’’ এলাকাবাসীদের জিজ্ঞাসাবাদের জন্য বগটুই গ্রামে এদিনও আসেন সিবিআইয়ের একটি দল। তাঁরা সেদিনকার ঘটনার প্রত্যক্ষদর্শীদের থেকে তথ্য প্রমাণ সংগ্রহ করেন। এ-ছাড়া এদিনও থ্রিডি স্ক্যানার দিয়ে এলাকার বিভিন্ন জায়গার ছবি তোলেন।