ভাদু শেখের খুনে ঝাড়খণ্ডে ধৃত তিন

ভাদু শেখ খুনের ঘটনার সিসিটিভি দেখে এই তিনজনকে গ্রেফতার করা হয়। এ-নিয়ে ভাদু শেখের খুনের ঘটনায় চারজনকে গ্রেফতার করা হল।

Must read

সংবাদদাতা, রামপুরহাট : বগটুই গ্রামে তৃণমূল কংগ্রেসের উপপ্রধান ভাদু শেখ খুনে আরও ৩ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃত সঞ্জু শেখকে পুলিশ ঝাড়খণ্ড সীমান্ত, শেরা সেখকে মালদহ এবং রাজা সেখকে রামপুরহাট থেকে গ্রেফতার করে। জানা গিয়েছে, ভাদু শেখের খুন হওয়ার পর গ্রাম থেকে পালিয়ে যায় শেরা শেখ, রাজা শেখ এবং সঞ্জু শেখ।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ বগটুই গ্রামের বাসিন্দারা গ্রামে মিহিলাল, ভুলতে চান অতীত

সূত্রের খবর, ভাদু শেখ খুনের ঘটনার সিসিটিভি দেখে এই তিনজনকে গ্রেফতার করা হয়। এ-নিয়ে ভাদু শেখের খুনের ঘটনায় চারজনকে গ্রেফতার করা হল। ঘটনায় এর আগে গ্রেফতার করা হয়েছিল হানিফ নামের এক যুবককে। জেলা পুলিশ গোপন সূত্রে খবর পায় যে এই তিনজন ঝাড়খণ্ডে পালানোর চেষ্টায় রয়েছে। খবর পাওয়ার পরেই সীমান্তবর্তী এলাকায় নজর রাখা হয়। সরকারি আইনজীবী সুরজিৎ সিনহা বলেন, ‘‘ঘটনার পুনর্নিমাণ-সহ অন্যান্য অস্ত্র উদ্ধারের জন্য ১৪ দিনের পুলিশ হেফাজত চাইলে এসিজেএম শৌভিক দে অভিযুক্তদের দশদিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেছেন।’’ গুরুত্বপূর্ণ বিষয় হল এই ধৃতদের মধ্যে থাকা সঞ্জু শেখের বাড়িতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

Latest article