নির্বাসিত হর্ষিত, বরুণ-বন্দনায় রাসেল নাইটদের সামনে এবার মিশন মুম্বই

শুক্রবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ কলকাতা নাইট রাইডার্সের। মঙ্গলবার বিকেলে টিম মালিক শাহরুখ খানের শহরে পৌঁছে গিয়েছেন শ্রেয়স আইয়াররা

Must read

প্রতিবেদন : শুক্রবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ কলকাতা নাইট রাইডার্সের। মঙ্গলবার বিকেলে টিম মালিক শাহরুখ খানের শহরে পৌঁছে গিয়েছেন শ্রেয়স আইয়াররা। তার আগে নাইট শিবিরে জোর ধাক্কা। আচরণবিধি লঙ্ঘনের কারণে এক ম্যাচ নির্বাসনের শাস্তি পেলেন হর্ষিত রানা। পাশাপাশি নাইট পেসারের ম্যাচ ফি-র ১০০ শতাংশ জরিমানা করা হয়েছে। ফলে মুম্বইয়ের বিরুদ্ধে হর্ষিতকে পাবে না কেকেআর। সোমবার ইডেনে দিল্লির বিরুদ্ধে ম্যাচে অভিষেক পোড়েলের উইকেট নিয়ে অঙ্গভঙ্গি করেছিলেন হর্ষিত। দ্বিতীয়বার একই অপরাধ করায় কড়া শাস্তি পেলেন তিনি। এর আগে হায়দরাবাদের বিরুদ্ধে ইডেনে প্রথম ম্যাচে মায়াঙ্ক আগরওয়ালকে আউট করে উড়ন্ত চুম্বন ছুঁড়ে সেলিব্রেশন করে সতর্কিত হয়েছিলেন হর্ষিত। এখানেই শেষ নয়, প্লে-অফে উঠলে দুরন্ত ফর্মে থাকা ফিল সল্টকে পাবে না কেকেআর। ইংল্যান্ডের টি-২০ বিশ্বকাপ দলে আছেন সল্ট। সেই দলটাই ২২ এপ্রিল থেকে পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজে খেলবে।

আরও পড়ুন-বিমানের টিকিটভাড়া নিয়ে বড় নির্দেশ দিল ডিজিসিএ

বোলিং ব্যর্থতা মুছে ছন্দে ফিরেছেন নাইট স্পিনার বরুণ চক্রবর্তী। প্রত্যাবর্তনের নেপথ্যে রয়েছে শাহরুখের ‘পেপ টক’। দিল্লির বিরুদ্ধে শুধু টিমকে ম্যাচই জেতাননি। নতুন রেকর্ডও গড়েছেন বরুণ। মাত্র ১৬ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন। বরুণের কথায়, ‘‘শাহরুখ ভাই সকলের সঙ্গে কথা বলেন। পাঞ্জাবের কাছে ওই হার গায়ে মাখতে বারণ করেন। তিনি আমাদের বলেন, যা হয়েছে দ্রুত ভুলে যাও। শুধু নিজের ক্ষমতা, দক্ষতা, প্রতিভার প্রতি আস্থা রাখো। তাহলেই আমরা নিজেদের জায়গায় ফিরব। আমাকে বলেছিল, ভুলে যাও কী করেছ ম্যাচে। নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়ো।’’ নিট ফল, দিল্লির বিরুদ্ধে দুরন্ত কামব্যাক। দিল্লি ম্যাচে ৩ উইকেট নেওয়ার সুবাদে বরুণের ঝুলিতে মোট ৭২ উইকেট। যা কেকেআরের ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে বেশি। এতদিন এই রেকর্ড ছিল পীযূষ চাওলার (৭১) দখলে।

আরও পড়ুন-বিজন সেতুতে সিপিএমের হার্মাদদের গণহত্যা ৪২ বছর পার

বরুণের পারফরম্যান্সে মুগ্ধ বার্থ-ডে বয় আন্দ্রে রাসেল। সোমবার ছিল তাঁর জন্মদিন। ইডেন থেকে টিম হোটেলে ফিরে সতীর্থদের সঙ্গে কেক কাটেন রাসেল। এরপর ড্রেসিংরুমে ক্যারিবিয়ান তারকা সতীর্থদের বলেন, ‘‘তোমরা আমাকে জন্মদিনের সেরা উপহার দিলে ম্যাচটা জিতিয়ে। বরুণ, তুমি অসাধারণ স্পেল করেছ। এভাবেই নিখুঁত লেংথে বল করে যাও।’’ টিমকে জিতিয়ে উঠে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম নিয়ে বোলারদের কান্নাকাটি না করার পরামর্শ দিয়েছেন বরুণ। বলেছেন, ‘‘এবার নিয়ম ভালভাবে কাজে লাগাচ্ছে দলগুলো। আইপিএল বাকি ক্রিকেটের থেকে আলাদা।’’

Latest article