প্রতিবেদন : রবিবারই হবে ফয়সলা৷ আস্থা ভোট ঘিরে পাকিস্তানে টানটান রাজনৈতিক উত্তেজনা শুক্রবারও৷ দেশে অস্থিরতা তৈরির জন্য আমেরিকার মতো বিদেশি শক্তির হাত আছে বলে বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণে সরব হয়েছিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান৷ তাঁর এই অভিযোগে ব্যাপক চটেছে বাইডেন প্রশাসন৷ এরপরেই আমেরিকার বিদেশ দফতরের মুখপাত্র নেড প্রাইস জানিয়েছেন, ইমরান খানের অভিযোগ ডাহা মিথ্যা৷ পাকিস্তানের সাংবিধানিক প্রক্রিয়া এবং আইনের শাসনকে আমেরিকা সম্মান করে।
আরও পড়ুন-প্রেসিডেন্টের পদত্যাগ চেয়ে উত্তাল দ্বীপরাষ্ট্র
ক্রিকেট থেকে রাজনীতিতে এসে ছক্কা হাঁকিয়ে পাকিস্তানের ক্ষমতার কেন্দ্রে বসে যাওয়া ইমরান আপাতত তাঁর জীবনের সবচেয়ে সংকটময় সময় পার করছেন। রবিবার অনাস্থা ভোটে ঠিক হবে তাঁর ভাগ্য। রাজনৈতিক অঙ্কের হিসেবে তাঁর পতন অবশ্যম্ভাবী। ভবিষ্যতে কারাগারের অন্ধকার কুঠুরিতেও থাকতে হতে পারে তাঁকে। এর মধ্যেই ইমরানের প্রাণনাশের সম্ভাবনার তত্ত্ব খাড়া করেছেন তাঁর দলের নেতারা। পাক সংবাদপত্র দ্য ডন বলছে, তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরি এমন অভিযোগ তুলেছেন। যার জেরে প্রধানমন্ত্রীর সুরক্ষা বাড়ানো হয়েছে সরকারের তরফে। দিন কয়েক আগে ইমরানের দল তেহরিক-ই-ইনসাফের নেতা ফয়জল ভাওড়াও একই অভিযোগ করেছিলেন। তিনি বলেছিলেন, পাক প্রধানমন্ত্রীকে খুনের ষড়যন্ত্র হচ্ছে। কারণ তিনি দেশ বিক্রি করতে রাজি হননি।
আরও পড়ুন-সংক্রমণ বাড়ল
তবে ইমরানের এহেন ‘শহিদ’ সাজার প্রচেষ্টাকে তীব্র কটাক্ষ করেছেন তাঁর প্রাক্তন স্ত্রী রেহাম খান। ভারতের একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে ব্রিটিশ-পাকিস্তান বংশোদ্ভূত সাংবাদিক রেহাম বলেন, ইমরান যখন প্রধানমন্ত্রী ছিলেন না, তখনই পাকিস্তান ভালো ছিল। ট্যুইট করে তিনি এও বলেন, বুদ্ধি ছাড়া এই লোকটার সবই আছে! ইমরান খানের সঙ্গে রেহামের বিয়ে হয়েছিল ২০১৪ সালে। কিন্তু এক বছর না-কাটতেই তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। রেহাম ছিলেন ইমরানের দ্বিতীয় স্ত্রী।
আরও পড়ুন-কেন্দ্রের জনবিরোধী নীতি দাম বাড়ল ৮০০ ওষুধের
এদিকে আস্থা ভোটের আগে এখনও পর্যন্ত যে হিসাব, তাতে বড় ব্যবধানে পিছিয়ে আছেন ইমরান। তাঁকে ক্ষমতাচ্যুত করতে অনাস্থা প্রস্তাবের পক্ষে ১৭২টি ভোটের প্রয়োজন। খবর, বিরোধীদের হাতে আছে ১৯৯ ভোট। পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারির মন্তব্য, ইমরানের পক্ষে সম্মানজনক বিদায়ের একটাই উপায় হল পদত্যাগ করা। ইমরানের বিরুদ্ধে বিলাওয়াল ও শাহবাজ শরিফের দল যেমন এককাট্টা, তেমনি তাতে শামিল হয়েছে সরকারের বড় জোটশরিকও৷ আস্থা ভোটের আগে ইস্তফা দেবেন না বলে সাফ জানিয়েছেন ইমরান৷ তাঁর কথায়, আমি ক্রিকেটার, তাই শেষ বল পর্যন্ত খেলব৷ সব মিলিয়ে টানটান রাজনৈতিক সন্ধিক্ষণের মুখে প্রতিবেশী পাকিস্তান৷