সংক্রমণ বাড়ল

কারণ দেখা যাচ্ছে একদিকে সামান্য বেড়েছে করোনা সংক্রমণের হার এবং অন্যদিকে বেড়েছে করোনাজনিত দৈনিক মৃত্যুর সংখ্যা।

Must read

উঠে গিয়েছে বিধিনিষেধ, নৈশ কারফিউ (curfew)। ঠিক তারপরেই স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট চিন্তা বাড়াচ্ছে। কারণ দেখা যাচ্ছে একদিকে সামান্য বেড়েছে করোনা সংক্রমণের হার এবং অন্যদিকে বেড়েছে করোনাজনিত দৈনিক মৃত্যুর সংখ্যা।

আরও পড়ুন-কেন্দ্রের জনবিরোধী নীতি দাম বাড়ল ৮০০ ওষুধের

শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১,৩৫৫। অ্যাকটিভ কেসের হার ০.০৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ৫২ জন। ফলে দেশে সার্বিকভাবে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে হল ৫ লক্ষ ২১ হাজার ১৮১। আশার কথা এটাই, সুস্থতার হার বেশ ভাল।

Latest article