প্রতিবেদন : রাজ্যে অ্যাপ ক্যাবগুলির ওপর নিয়ন্ত্রণ আনতে এবার নতুন আইন আনতে চলেছে রাজ্য সরকার। শনিবার রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) এই ঘোষণা করেছেন। খুব শিগগিরই বিধানসভায় এ সংক্রান্ত বিল আসছে বলেও জানান তিনি। তিনি (Firhad Hakim) বলেন, আগামী দিনে আইন করে এই অ্যাপ ক্যাবগুলির ওপর নিয়ন্ত্রণ আনা হবে। প্রয়োজনে একটি সংস্থা তৈরি করা হবে যারা ভাড়া বাড়ানো-সহ অন্যান্য বিষয়গুলি দেখবে। এর আগে রাজ্যের অ্যাপ ক্যাবগুলিকে নিয়ন্ত্রণে আনতে একাধিক নির্দেশিকা জারি করেছিল রাজ্য। নির্দেশিকায় বলা হয়েছিল, হলুদ ট্যাক্সির ভাড়াকে বেস ফেয়ার ধরে অ্যাপ ক্যাবগুলিকে ভাড়া ধার্য করতে হবে। তবে সেখানে কেবল সারচার্জের বিষয়টি ছিল। কিলোমিটার পিছু ভাড়ার বিষয়টি নির্দেশিকায় স্পষ্ট করা হয়নি। এই সুযোগ নিয়ে শনিবার থেকে কার্যত একতরফা ভাবে কিলোমিটার পিছু ভাড়া বাড়াল শহরের অন্যতম বৃহত্তম অ্যাপ ক্যাব সংস্থা উবের। সংস্থা সূত্রে জানা গিয়েছে, নতুন তালিকায় কিলোমিটার প্রতি ভাড়া দাঁড়িয়েছে ১৪ টাকা। যা আগে ছিল ১১ টাকা ৬০ পয়সার মতো। এর জেরে বিভিন্ন দূরত্বে যেতে প্রায় ১২ থেকে ১৩ শতাংশ বাড়তি ভাড়া দিতে হবে যাত্রীদের। ফলে পকেটে টান পড়বে মধ্যবিত্তের। কিলোমিটার প্রতি ভাড়া বাড়ালেও বেস ফেয়ার আগের মতোই ৩৭ টাকা ৯০ পয়সা রাখা হয়েছে। মিনিট প্রতি ভাড়াতেও কোনও পরিবর্তন করা হয়নি। গত কিছুদিন ধরে ক্যাবে এসি চালানো নিয়ে যাত্রীদের সঙ্গে চালকদের বচসা রুটিন হয়ে দাঁড়িয়েছিল। এবার সেই সমস্যা মেটাতে নয়া নির্দেশিকা জারি করল উবের। সেই সঙ্গে গাড়িতে এসি চালানো বাধ্যতামূলক করা হয়েছে।