সংবাদদাতা, মালদহ : ভাঙন রুখতে ব্যবস্থা নিল রাজ্য সরকার। কালিয়াচক ৩ নং ব্লকের পারলালপুর এলাকার প্রায় তিন কিলোমিটার গঙ্গা নদীর পাড় বাঁধানোর কাজ শুরু করল সেচ দফতর। এই প্রকল্পের জন্য রাজ্য সেচ দফতর ১১ কোটি টাকা বরাদ্দ করেছে। এই প্রকল্পের শিলান্যাস করেন রাজ্যের সেচ দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। উপস্থি্ত ছিলেন মালদহ জেলাশাসক রাজর্ষি মিত্র, স্থানীয় (Trinamool Congress) বিধায়ক চন্দনা সরকার, আবদূর রহিম বক্সী, সেচ দফতরের আধিকারিক উত্তম পাল-সহ অন্য আধিকারিকেরা। সেচ দফতরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ভাঙন কবলিত এলাকার মানুষজন। এ বিষয়ে (Trinamool Congress) মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর উদ্যোগেই ভাঙন রোধের কাজ শুরু হল। কেন্দ্রীয় সরকার ভাঙন রোধে উদাসীন। বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনার জেরে গৃহহীন হয়েছে মালদহ জেলার গঙ্গা নদীর তীরবর্তী এলাকার অধিকাংশ পরিবার। আর কেন্দ্র সরকারের উপর ভরসা না করে এবার গঙ্গা ভাঙন রুখতে আসরে নামল রাজ্য সেচ দফতর।’’