পেট্রোল-ডিজেল-গ্যাসের রেকর্ড মূল্যবৃদ্ধি, প্রতিবাদে উত্তাল রাজপথ

Must read

প্রতিবেদন : জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে রবিবার ব্যাপক বিক্ষােভ হল হাওড়া এবং সাতগাছিয়ার নোদাখালিতে। সাতগাছিয়ায় পোড়ানো হল প্রধানমন্ত্রীর কুশপুতুল। প্রতিবাদী জনতা একটি গাড়িতে আগুনও লাগিয়ে দেয়। হাওড়া এবং সাতগাছিয়ায় বিক্ষোভ হয় তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) উদ্যোগে। তবে সাধারণ মানুষও অংশ নেন বিক্ষোভে। কেন্দ্রের বিরুদ্ধে উগরে দেন ক্ষোভ। মহিলারাও প্রতিবাদ জানাতে পথে নামেন। জ্বালানি ও জীবনদায়ী ওষুধের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে এদিন সকালে মধ্য হাওড়ায় তৃণমূল কংগ্রেসের এক বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। নেতৃত্বে সমবায়মন্ত্রী অরূপ রায়। মধ্য হাওড়া তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) উদ্যোগে আয়োজিত ওই মিছিল সকালে শিবপুর ট্রামডিপো থেকে শুরু হয়। জিটি রোড ধরে এসে হাওড়া ময়দানের বঙ্গবাসী মোড়ে এসে শেষ হয় ওই মিছিল। কোনওরকম মাইক বা বক্স ছাড়াই বিশাল এই মিছিল সুশৃঙ্খলভাবে হল। মিছিল যত এগোতে ততই আশপাশ থেকে বহু সাধারণ এসে মিছিলে যোগ দেন। মিছিলের পুরোভাগে ছিলেন মন্ত্রী অরূপ রায়। এছাড়াও ছিলেন হাওড়া পুরনিগমের প্রশাসকমণ্ডলীর চেয়ারপার্সন ডাঃ সুজয় চক্রবর্তী, মধ্য হাওড়া তৃণমূলের কার্যকরী সভাপতি সুশোভন চট্টোপাধ্যায়, প্রাক্তন মেয়র পারিষদ ও আইএফএর ভাইস প্রেসিডেন্ট শ্যামল মিত্র, প্রাক্তন কাউন্সিলর মল্লিকা রায়চৌধুরি সহ আরও অনেকে। মিছিলের শেষে সমবায়মন্ত্রী অরূপ রায় বলেন, ‘‘যেভাবে কেন্দ্রের বিজেপি সরকার সাধারণ মানুষের ওপর বুলডোজার চালাচ্ছে তাতে ওদের ক্ষমতায় থাকার কোনও নৈতিক অধিকার নেই। স্বাধীনতার পর কেন্দ্রে এমন অপদার্থ সরকার কোনওদিন আসেনি। ২০২৪ এ সাধারণ মানুষই এদের হঠিয়ে দেবে। মানুষকে ভাঁওতা দিয়ে প্রতারণা করে দেশ চালাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কেন্দ্রে বিকল্প সরকার তৈরি হবেই। যেভাবে কেন্দ্রের বিজেপি সরকার জ্বালানি, জীবনদায়ী ওষুধপত্রের দাম বাড়িয়েছে তাতে ওদের আর এক মুহূর্ত ক্ষমতায় থাকা উচিত নয়।’’ এই ইস্যুতে হাওড়া শহর জুড়ে লাগাতার আন্দোলন চলবে বলে মন্ত্রী অরূপ রায় এদিন জানান।

Latest article