অনুপম-খুনে ধৃতের বাড়িতে পোস্টার

Must read

প্রতিবেদন : পানিহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের পুরপিতা অনুপম দত্ত (Anupam Dutta) খুনের ঘটনায় মূল অভিযুক্ত সঞ্জীব পণ্ডিত ওরফে বাপিকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ প্রশাসন। রবিবার আগরপাড়া নাগরিক কমিটির পক্ষ থেকে বাপি পণ্ডিতের বাড়ি সহ তার সম্পত্তি ক্রয় না করার জন্য আবেদন জানিয়ে বাপি পণ্ডিতের জমি ও বাড়িতে পোস্টার লাগানো হল। অভিযুক্ত বাপি পণ্ডিতকে পুলিশ গ্রেফতার করলেও পরিবারের লোকজন যাতে কোনওভাবেই এই সম্পত্তি বিক্রি করতে না পারে সেই দিকে লক্ষ্য রেখেই আগরপাড়া নাগরিক কমিটির উদ্যোগ এমনই উদ্যোগ নিয়েছে। প্রসঙ্গত, গত ১৩ মার্চ রবিবার রাতে পানিহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের জনপ্রিয় পুরপিতা অনুপম দত্তকে (Anupam Dutta) ভাড়াটে খুনি লাগিয়ে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে খুন করা হয়েছিল। তারপর থেকেই উত্তপ্ত হয় এলাকা। পুলিশ তৎপরতার সঙ্গে তদন্ত চালিয়ে ভাড়াটে খুনি ও খুনের মূল পান্ডাকে গ্রেফতার করেছিল।

Latest article