প্রতিবেদন : করোনাকালে দুনিয়াজুড়ে প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে পর্যটন শিল্প। ব্যতিক্রম হয়নি এ রাজ্যও। সংক্রমণ একটু নিয়ন্ত্রণে আসতেই তাই পর্যটনে গতি আনতে উদ্যোগী হল রাজ্য সরকার (West Bengal Government)। পর্যটকদের কাছে আকর্ষণ বাড়াতে রাজ্যের পর্যটনকেন্দ্রগুলিকে এবার ঢেলে সাজাতে চাইছে প্রশাসন। সংশ্লিষ্ট দফতর সূত্রে জানা যাচ্ছে, বেশ কয়েকটি পর্যটন কেন্দ্রে এবার রোপওয়ে চালু করার চিন্তাভাবনা করা হচ্ছে। রোপওয়ে তৈরি হলে ওই সব জায়গায় বেড়াতে যাওয়ার আগ্রহ বাড়বে সাধারণ মানুযের। সেই সঙ্গে আয় বাড়বে সরকারের (West Bengal Government)। করোনা আবহে কমবেশি বছর দুয়েক বন্ধ ছিল পর্যটনকেন্দ্রগুলি। কিছুদিন হল সব কিছু ফের নতুন করে ছন্দে ফিরছে। তাই এই অবস্থায় আরও বেশি করে পর্যটক টানতে পরিকাঠামো উন্নয়নের দিকে জোর দিয়েছে রাজ্য। দফতর সূত্রে খবর, রাজ্যের পাঁচটি পর্যটনকেন্দ্রে রোপওয়ে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রাথমিক ভাবে এর জন্য পাঁচটি কেন্দ্রও চিহ্নিত করা হয়েছে। সেগুলি হল, পুরুলিয়ার অযোধ্যা পাহাড়, বাঁকুড়ার মুকুটমণিপুর, জলপাইগুড়ির গজলডোবা, দার্জিলিংয়ের মিরিক ও মুর্শিদাবাদ। সব ঠিক থাকলে খুব শিগগিরই এই জায়গাগুলিতে রোপওয়ে চালু হয়ে যাবে। এর পাশাপাশি আরও পাঁচটি পর্যটনকেন্দ্রে লাইট অ্যান্ড সাউন্ড সিস্টেম চালু করা যায় কি না তা নিয়েও ভাবনাচিন্তা শুরু হয়েছে। সবমিলিয়ে করোনার জেরে খাদের কিনারে চলে যাওয়া রাজ্যের পর্যটন শিল্পকে নতুন করে অক্সিজেন জোগাতে জোরকদমে ময়দানে নেমে পড়েছে রাজ্যের পর্যটন দফতর।