সংবাদাতা, দার্জিলিং : পাহাড়ের নতুন দল হামরো পার্টি। সদ্য আবির্ভাব হওয়া এই নতুন দল দার্জিলিংয়ে পুরবোর্ড গঠন করেছে। রাজ্যে সরকারের হাত ধরে দার্জিলিংয়ের উন্নয়ন করতে চায় পুরসভার চেয়ারম্যান ঋতেশ পোর্টেল। তিনি বলনে, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উন্নয়নের জোয়ার এসেছে। পাহাড়ে বিপুল উন্নয়নের জন্য রাজ্য সরকারের পাশে থেকে কাজ করতে চাই।’’ পাশাপাশি তিনি বলেন, ‘‘পুরসভা এবং জিটিএ একসঙ্গে কাজ করলে উন্নয়নের গতি বাড়বে।’’
আরও পড়ুন-রাস্তায় ছড়িয়ে লাশ, স্তম্ভিত গোটা দুনিয়া
দার্জিলিং শহরের বিভিন্ন সমস্যাগুলিকে নির্দিষ্ট তালিকাভুক্তির কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন। চেয়ারম্যান বলেন, পাহাড়ের তিনটি মূল সম্পদ টি, টিম্বার ও ট্যুরিজম। তাই পর্যটন ব্যবস্থার বিশেষ গুরুত্ব দিতে চান চেয়ারম্যান। এ-ছাড়াও দার্জিলিংয়ের ১০০ দিনের কাজকেও গুরুত্ব দেওয়ার কথা বলেন তিনি। দার্জিলিংয়ে সবথেকে বড় সমস্যা পার্কিং সমস্যা। চৌরাস্তা বা ম্যাল সংলগ্ন এলাকার হোটেলগুলিতে তেমন পার্কিং নেই। এই সমস্যার সমাধানে টাইপ পার্কিং ব্যবস্থায় জোর দিয়ে রাজ্য সরকারের সহযোগিতা চেয়েছেন নতুন চেয়ারম্যান।
পাশাপাশি পুরসভার অধীনস্থ বিভিন্ন বিল্ডিংগুলি দখল হয়েছিল সেগুলি মুক্ত করার কাজ শুরু হয়েছে। ওই বিল্ডিংগুলিকে নতুন করে সাজিয়ে তোলা এবং পার্কিংয়ের যথা উপযুক্ত ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন তিনি। তবে চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করার পরে তিনি লক্ষ্য করেছেন পুরসভার নিজস্ব আয়ের থেকে এখন ব্যয় হচ্ছে বেশি। তাই তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে আবেদন জানিয়েছেন।