উন্নয়নে এগিয়ে রাজ্য

সোমবার সকালে তিনি কোচবিহার সার্কিট হাউসে পৌঁছান। তারপর সেখান থেকে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের একাধিক প্রকল্পের কাজের অগ্রগতি সরেজমিনে খতিয়ে দেখেন।

Must read

সংবাদদাতা, কোচবিহার : ‘‘করোনায় থমকে যায়নি রাজ্যের উন্নয়ন। কাজ হয়েছে সমান তালে। তাই কেন্দ্রের তুলনায় রাজ্যের জেডিপি রেট (গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট) ভাল। উন্নয়নের প্রতিফলন ধরা দিয়েছে পুরসভার নির্বাচনে। মানুষ বুঝিয়ে দিয়েছেন। রায় দিয়েছেন উন্নয়নের পক্ষে।’’ কোচবিহারে একাধিক প্রকল্পের কাজ সরেজমিনে খতিয়ে দেখতে গিয়ে এভাবেই কেন্দ্রকে তোপ দাগলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। পাশাপাশি তিনি জানান, নতুন সেকশনের কাজ শুরু হয়েছে। বাকি বিষয়গুলি নিয়ে বৈঠক হবে।

আরও পড়ুন-টি-টিম্বার-ট্যুরিজমে বিশেষ গুরুত্ব, রাজ্যকে পাশে চায় হামরো

সোমবার সকালে তিনি কোচবিহার সার্কিট হাউসে পৌঁছান। তারপর সেখান থেকে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের একাধিক প্রকল্পের কাজের অগ্রগতি সরেজমিনে খতিয়ে দেখেন। এদিন তিনি রবীন্দ্র ভবন, পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ এবং হাসপাতাল সহ একাধিক জায়গা পরিদর্শন করেন। উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন সফরে ছিলেন রাজ্যের শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারী, জেলাশাসক পবন কাদিয়ান, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়-সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। পাশাপাশি এদিন কোচবিহার উৎসব অডিটোরিয়ামে বিধবা ভাতা ও বিভিন্ন সরকারি প্রকল্পের পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন।

Latest article