নবনীতা মণ্ডল, নয়াদিল্লি : এনডিআরএফ বা জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রশিক্ষণের জন্য বরাদ্দ অর্থের হার খুবই কম। কেন্দ্রের ভূমিকার সমালোচনা করে এই বিষয়ে একাধিক সুপারিশ করল ব্যয়বরাদ্দ সংক্রান্ত সংসদীয় কমিটি। সোমবার লোকসভায় পেশ করা, এনডিআরএফের ব্যয়বরাদ্দ সংক্রান্ত কমিটির রিপোর্টেই বলা হয়েছে, এনডিআরএফ বাহিনীর প্রশিক্ষণের জন্য বরাদ্দ অর্থ খরচের হার খুবই কম। বরাদ্দ অর্থের যাতে ১০০ শতাংশই খরচ করা হয়, সরকারকে সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপও নিতে বলা হয়েছে, ব্যয় বরাদ্দ সংক্রান্ত সংসদীয় কমিটির পক্ষ থেকে। এনডিআরএফের মতো একটি অতি গুরুত্বপূর্ণ এবং আপৎকালীন পরিস্থিতিতে কাজ করা বাহিনীর কাজে আরও অগ্রগতির জন্য নিয়োগ থেকে শুরু করে বাহিনীর গঠন নিয়ে একাধিক সুপারিশ করেছে কমিটি।
আরও পড়ুন-লজ্জা! পণপ্রথার পক্ষে সাফাই নার্সিং সিলেবাসে
প্রসঙ্গত, ব্যয়বরাদ্দ সংক্রান্ত কমিটির রিপোর্টে বলা হয়েছে, ২০১৬-১৭ অর্থবর্ষ থেকে বাজেট বরাদ্দ এবং প্রকৃত খরচ বিশ্লেষণ করে দেখা গিয়েছে, দেশের মধ্যে এবং আন্তর্জাতিকস্তরে এনডিআরএফের প্রশিক্ষণ খাতে বাজেট বরাদ্দ এখনও অনেকটাই কম, ১ থেকে ২ কোটি টাকা মাত্র। এমনকী, এই বরাদ্দ থেকেও সম্পূর্ণ খরচ করা হয় না। কমিটির সুপারিশ, যে কোনও সময়ে যেহেতু বিপর্যয় নেমে আসতে পারে, ফলে পুরো বছরের জন্যই জওয়ানদের শারীরিক ফিটনেসের জন্য নির্দিষ্ট রোডম্যাপ তৈরি করতে হবে সরকারকে।
আরও পড়ুন-দিনমজুরি করতে যান বাবা–মা, বোনকে নিয়ে স্কুলে খুদে পড়ুয়া
গুয়াহাটিতে এনডিআরএফের ব্যাটালিয়নের জন্য শিবির তৈরি নিয়েও উষ্মা প্রকাশ করেছে কমিটি। কমিটির প্রশ্ন, বিকল্প জমিই যেখানে এখনও ঠিক করা হয়নি, সেখানে গুয়াহাটিতে এনডিআরএফের ব্যাটালিয়নের জন্য শিবির তৈরির ক্ষেত্রে কীভাবে সময়সীমা দিতে পারে সরকার? এনডিআরএফের ব্যবহৃত নানান সরঞ্জাম নিয়েও উদ্বেগ এবং অসন্তোষ প্রকাশ করেছে কমিটি। ব্যয়বরাদ্দ সংক্রান্ত সংসদীয় কমিটি মহিলা জওয়ানের সংখ্যা কম হওয়া নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে। প্রতিটি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীকে এনডিআরএফকে ১০৮ জন করে মহিলা জওয়ান দেওয়ার সুপারিশ করেছে কমিটি। বিএসএফ কেন চাহিদা এবং প্রয়োজনমতো জওয়ান এনডিআরএফে সরবরাহ করতে পারছে না, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে কমিটি।