আবারও বাড়লো পেট্রোল-ডিজেলের দাম। সোমবারের পর মঙ্গলবার পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি ঘটলো পেট্রোপণ্যের (Petrol Diesel Price Hike)। লিটার প্রতি পেট্রোল ও ডিজেলের দাম ৮০ পয়সা করে বৃদ্ধি পেয়েছে। গত ১৪ দিনে ১৩ বার বাড়লো জ্বালানির দাম।
আরও পড়ুন – উপনির্বাচনের আগে থানায় বসে পুলিশকে হুমকি বিরোধী দলনেতার
রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচন থাকায় কয়েক মাসের জন্য পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি (Petrol Diesel Price Hike) বন্ধ রেখেছিল কেন্দ্রীয় সরকার। নির্বাচন হয়ে যাবার পর থেকে ধারাবাহিকতার সাথে বাড়িয়ে চলেছে। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি মাথায় হাত সাধারণ মানুষের। মঙ্গলবার পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির পর কলকাতায় পেট্রোলের দাম ১১৪ টাকা ২৮ পয়সা এবং ডিজেলের দাম ৯৯ টাকা ০২ পয়সা। এছাড়াও এদিন রাজ্যের ৬ জেলা অর্থাৎ কোচবিহার, নদীয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া, দার্জিলিং, আলিপুরদুয়ারে জেলায় ডিজেলের দাম সেঞ্চুরি পার করেছে।