সাংবিধানিক জটিলতার কারণে ৩ মাসের মধ্যে ভোট নয় পাকিস্তানে, জানাল নির্বাচন কমিশন

Must read

আরও বিপাকে ইমরান খান (Imran Khan)। আগামী ৩ মাসের মধ্যে পাকিস্তানে (Pakistan) নির্বাচন (Election) করানো সম্ভব নয় বলে জানিয়ে দিল নির্বাচন কমিশন। রবিবার, সরকার ভেঙে দেন পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি। ইমরানের প্রস্তাব মেনে ৯০ দিনের মধ্যে নির্বাচন প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেন পাক প্রেসিডেন্ট। কিন্তু সেই সিদ্ধান্ত কার্যকর করা সম্ভব নয় বলে মঙ্গলবার জানিয়ে দিয়েছে সেদেশের নির্বাচন কমিশন।

আরও পড়ুন – উপনির্বাচনের আগে থানায় বসে পুলিশকে হুমকি বিরোধী দলনেতার

এর কারণ হিসেবে নির্বাচন কমিশনের সূত্র অনুযায়ী, সংবিধান সংশোধন করে সে দেশে নির্বাচন কেন্দ্রের বেশ কিছু রদবদল হয়েছে। সেই কারণে এত কম সময়ের মধ্যে ভোটার তালিকা তৈরি করে নির্বাচন করানো সম্ভব নয়। এরজন্য কমপক্ষে ৬ মাস লাগবে। ফলে আরও বিপাকে ইমরান খানের (Imram Khan) রাজনৈতিক ভবিষ্যত।

Latest article