সংবাদদাতা, কোচবিহার : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবারই বলেছেন কোনও দুর্নীতি রেয়াত করা হবে না। তাঁর নির্দেশ মেনেই ব্লক সভাপতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে চলেছে জেলা তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার নিজের বাড়ির অফিসে সাংবাদিক বৈঠকে এ কথা জানান তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি পার্থপ্রতিম রায়।
আরও পড়ুন-কুটিরশিল্পে ৪৫ লক্ষ
প্রসঙ্গত, দিনহাটা ১ এ ব্লকের সিতাই বিধানসভা কেন্দ্রের বড় শৌলমারি গ্রাম পঞ্চায়েতের ১৪ জন সদস্যদের মধ্যে তৃণমূল কংগ্রেসের ৮ জন সদস্য অনাস্থা আনায় গত ২২ মার্চ তলবি সভায় দলের প্রধান অপসারিত হয়েছেন। দলের নির্দেশ অমান্য করা হয়েছে এবং দলের ব্লক সভাপতি সঞ্জয় বর্মন এই ঘটনায় যুক্ত রয়েছেন বলে মনে করছেন তৃণমূল জেলা নেতৃত্ব। এদিন সাংবাদিক বৈঠকে পার্থপ্রতিম রায় বলেন, “বড় শৌলমারি গ্রাম পঞ্চায়েতের আমাদের দলের ৮ জন সদস্য অনাস্থা আনায় তলবি সভায় দলের প্রধান অপসারিত হয়েছেন। এই ঘটনায় দলের নির্দেশ অমান্য করা হয়েছে। এই ৮ গ্রাম পঞ্চায়েত সদস্যদের সঙ্গে দল কোনও যোগাযোগ রাখবে না এবং ব্লক সভাপতি সঞ্জয় বর্মন এই ঘটনায় যুক্ত রয়েছেন।