কুটিরশিল্পে ৪৫ লক্ষ

রাজ্য পর্যটন দফতর ও ফরেস্ট ডেভলপমেন্ট কর্পোরেশনের উদ্যোগে গজলডোবায় তৈরি হচ্ছে বাঁশের তৈরি সামগ্রীর শিল্পকেন্দ্র।

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : কুটিরশিল্পে বিশেষ জোর দিয়েছে রাজ্য সরকার। বেত, বাঁশের তৈরি জিনিস ইতিমধ্যেই রাজ্য থেকে পাড়ি দিয়েছে বিদেশেও। পশ্চিমবঙ্গের কুটিরশিল্পের মধ্যে গজলডোবার বাঁশ শিল্প বিখ্যাত। বিশ্ব পর্যটন মানচিত্রে এবার জায়গা পেতে চলেছে উত্তরবঙ্গের বাঁশ শিল্প। এই শিল্পের আরও উন্নয়নে ৪৫ লক্ষ টাকা বরাদ্দ করল সরকার।

আরও পড়ুন-ফের বাড়ল দাম জ্বালানি নিয়ে অপযুক্তি জারি কেন্দ্রের, ১৬ দিনে ১৪ বার!

রাজ্য পর্যটন দফতর ও ফরেস্ট ডেভলপমেন্ট কর্পোরেশনের উদ্যোগে গজলডোবায় তৈরি হচ্ছে বাঁশের তৈরি সামগ্রীর শিল্পকেন্দ্র। সম্প্রতি এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন পর্যটন দফতরের ডেপুটি ডিরেক্টর জ্যোতি ঘোষ। তিনি বলেন, ‘‘গজলডোবা ব্যাম্বু সেটলের পাশাপাশি এখানে অ্যাডভেঞ্চার স্পোর্টস তৈরি হচ্ছে। এছাড়াও বাঁশ শিল্পকে তুলে ধরতে বাঁশের তৈরি বিভিন্ন শিল্পসামগ্রী মজুত থাকবে। এই শিল্পকেন্দ্র পর্যটকদের আরও আকর্ষণ করবে আশা করা যায়।’’

Latest article