ফের বাড়ল দাম জ্বালানি নিয়ে অপযুক্তি জারি কেন্দ্রের, ১৬ দিনে ১৪ বার!

বৃহস্পতিবার রাতে ব্যারেলপ্রতি দাম ছিল ১০৬ ডলারের কিছু বেশি। ফলে কেন্দ্রের যুক্তি পুরোপুরি খাটছে না বলেই মত তাঁদের।

Must read

নবনীতা মণ্ডল, নয়াদিল্লি : নির্লজ্জ মোদি সরকার। আমজনতার জীবনযন্ত্রণা বাড়িয়ে গত ১৬ দিনে ১৪ বার বাড়ল জ্বালানি তেলের দাম। মঙ্গলবারও ফের বেড়েছে পেট্রোল-ডিজেলের দাম। কলকাতায় সেঞ্চুরি ছুঁতে চলেছে ডিজেলের দাম। লিটারে ৮১ পয়সা বেড়ে এখন কলকাতায় ডিজেলের দাম ৯৯ টাকা ৮৩ পয়সা।

আরও পড়ুন-ইউক্রেন ইস্যু তোপ কেন্দ্রকে

অন্যদিকে, এক লিটার পেট্রোলের দাম ১১৫ টাকা ১২ পয়সা। লিটার প্রতি পেট্রোলের দাম বেড়েছে ৮৪ পয়সা। প্রায় সাড়ে চার মাসের বিরতির পর গত ১৬ দিনে কয়েক দফায় বেড়েছে পেট্রোল-ডিজেলের দাম। যার প্রভাব পড়েছে বাজারেও। দিল্লিতে পেট্রোলের দাম এখন প্রতি লিটারে ১০৫.৪৫ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটার ৯৬.৬৮ টাকা হয়েছে। অগ্নিমূল্য হয়েছে শাক-সবজি সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও।
জ্বালানির জ্বালায় জেরবার আমজনতা। আর এই নিয়ে কেন্দ্রের বিরোধিতায় লাগাতার সরব বিরোধীরাও।

আরও পড়ুন-কর্পোরেট চাঁদায় ফুলেফেঁপে দেশে শীর্ষে মোদির দল, ৭২০.৪০৭ কোটি টাকা জমা বিজেপির তহবিলে!

আওয়াজ উঠেছে বিজেপির অন্দরমহল থেকেও। পেট্রোলের দাম বৃদ্ধির প্রতিবাদে এবার কেন্দ্রের বিরুদ্ধে প্রকাশ্যেই আক্রমণ শানালেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। তিনি মোদি সরকারকে এই মূল্যবৃদ্ধির জন্য কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। ট্যুইট করে তিনি বলেছেন, প্রতিদিন পেট্রোল-ডিজেল ও কেরোসিনের দাম বৃদ্ধি দেশে বিদ্রোহের পরিস্থিতি তৈরি করছে। এটা করা অর্থ মন্ত্রণালয়ের দেউলিয়া হওয়ার প্রমাণ। এটাও জাতীয়তাবিরোধী। এসব দাম বাড়িয়ে বাজেট ঘাটতি পূরণ করা নিছক অযোগ্যতা। প্রসঙ্গত, পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে মোদি সরকার দাবি করেছে আন্তর্জাতিক কারণেই দাম বাড়ছে, এতে কেন্দ্রের কোনও হাত নেই। তার মধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কেন ৫ রাজ্যের ভোটের সময় দাম বাড়ল না? করোনা আবহের রেশ কাটিয়ে কিছুটা সাধারণ ছন্দে জীবন ফিরতেই জ্বালানির লাগাতার দাম বাড়ায় নাকানিচোবানি খেতে হচ্ছে সাধারণ মানুষকে।

আরও পড়ুন-ম্যান ইউ প্রাক্তনের তোপ বর্তমানের দিকে প্রত্যাশাপূরণে ব্যর্থ রোনাল্ডো, দাবি রুনির

জ্বালানির দামবৃদ্ধি নিয়ে সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সাফাই, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির জন্য তেলের দাম বাড়ছে। যদিও তাঁর সাফাই ধোপে টেকেনি। ভোটের আগেই ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ শুরু হয়েছিল। কিন্তু তখন পেট্রোপণ্যের দাম বাড়েনি। তাহলে এখন লাগাতার কেন দাম বাড়ছে জ্বালানির? যদিও এর কোনও সদুত্তর মেলেনি। কেন্দ্র দেশে তেলের দাম বৃদ্ধির জন্য বিশ্ব বাজারে অশোধিত তেলের দর বৃদ্ধির যুক্তি দিলেও সংশ্লিষ্ট মহলের বক্তব্য, অশোধিত তেলের দাম এখনও আগের তুলনায় কিছুটা কমের দিকেই। বৃহস্পতিবার রাতে ব্যারেলপ্রতি দাম ছিল ১০৬ ডলারের কিছু বেশি। ফলে কেন্দ্রের যুক্তি পুরোপুরি খাটছে না বলেই মত তাঁদের।

Latest article