ম্যান ইউ প্রাক্তনের তোপ বর্তমানের দিকে প্রত্যাশাপূরণে ব্যর্থ রোনাল্ডো, দাবি রুনির

ওল্ড ট্র্যাফোর্ডে নিজের দ্বিতীয় ইনিংসে প্রত্যাশাপূরণে ব্যর্থ হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এমনটাই দাবি করছেন ওয়েন রুনি।

Must read

লন্ডন, ৫ এপ্রিল : ওল্ড ট্র্যাফোর্ডে নিজের দ্বিতীয় ইনিংসে প্রত্যাশাপূরণে ব্যর্থ হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এমনটাই দাবি করছেন ওয়েন রুনি। দীর্ঘ ১২ বছর পর ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ফিরেছেন রোনাল্ডো। সব টুর্নামেন্ট মিলিয়ে ১৮টি গোলও করেছেন পর্তুগিজ মহাতারকা। যা দলের সর্বোচ্চ। কিন্তু রুনি মনে করেন, আধুনিক ফুটবলে শুধু গোল করলেই চলবে না। আরও বাড়তি কিছু দিতে হবে।

আরও পড়ুন-এবার সব দফতরে হাজিরা ১০০%

স্কাই স্পোর্টসে দেওয়া সাক্ষাৎকারে প্রাক্তন ম্যান ইউ তারকার বক্তব্য, ‘‘ক্রিশ্চিয়ানোর মধ্যে জড়তা দেখা যাচ্ছে। ও এখন আর কুড়ি বছরের তরুণ নয়। তাই এটাই স্বাভাবিক। যদি বলেন, ওকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত কাজে লেগেছে কি না, তা হলে এই মুহূর্তে আমার উত্তর হবে না।’’ রুনি আরও বলেন, ‘‘হ্যাঁ, ক্রিশ্চিয়ানো বেশ কিছু গোল করেছে। চ্যাম্পিয়ন্স লিগের শুরুতে গুরুত্বপূর্ণ গোল করেছে। প্রিমিয়ার লিগে টটেনহ্যামের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছে। কিন্তু ক্লাবের ভবিষ্যতের কথা ভাবলে, এমন কিছু তরুণ ও সাফল্যের জন্য খিদে রয়েছে ফুটবলারকে দলে নিতে হবে, যারা আগামী ২-৩ বছরে নিজেদের সেরা ফর্মে থাকবে।’’

আরও পড়ুন-ঝুলিয়ে রাখা হয়েছে একাধিক কনসেশন, গরিবকে ভাতে মারছে রেল

তবে ৩৭ বছর বয়সি রোনাল্ডো যে এখনও যে কোনও দলের জন্য গুরুত্বপূর্ণ অস্ত্র, তা অস্বীকার করেননি রুনি। তাঁর বক্তব্য, ‘‘গোলের সামনে ক্রিশ্চিয়ানো এখনও ভয়ঙ্কর। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ওর গতি কমেছে। আগের মতো আর গোটা মাঠজুড়ে দৌড়তে পারে না।’’

Latest article