ইউক্রেন ইস্যু তোপ কেন্দ্রকে

নিজেকে বিশ্বগুরু বলে দাবি করলেও ইউক্রেন–রাশিয়া যুদ্ধ পরিস্থিতিতে কেন বিশ্বগুরুর ভূমিকা পালন করতে পারছেন না নরেন্দ্র মোদি?

Must read

নবনীতা মণ্ডল, নয়াদিল্লি : ইউক্রেনের বর্তমান পরিস্থিতি এবং সেখানে আটকে পড়া ভারতীয় পড়ুয়াদের ফেরানো নিয়ে এবার বিরোধীদের কড়া সমালোচনার মুখে পড়ল নরেন্দ্র মোদি সরকার। লোকসভায় তৃণমূল কংগ্রেস, কংগ্রেস–সহ একাধিক বিরোধী দলের সমালোচনা শুনতে হয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে। ‘অপারেশন গঙ্গা’ অভিযানকে নিয়ে বিজেপি সরকার কুৎসিত রাজনৈতিক প্রচার চালিয়েছে বলে সরব হন বিরোধী সাংসদরা৷ ইউক্রেন থেকে মেডিক্যাল পড়ুয়াদের ফিরিয়ে আনার সময় যেভাবে বিমানে উঠে পড়ুয়াদের উদ্দেশে বিজেপি সরকারের মন্ত্রীরা বক্তৃতা দিয়েছেন ও মোদি সরকারের জয়ধ্বনি করার জন্য চাপ দিয়েছেন তার তীব্র সমালোচনা করেন বিরোধী সাংসদরা৷

আরও পড়ুন-কর্পোরেট চাঁদায় ফুলেফেঁপে দেশে শীর্ষে মোদির দল, ৭২০.৪০৭ কোটি টাকা জমা বিজেপির তহবিলে!

লোকসভায় ইউক্রেন নিয়ে বলতে উঠে তৃণমূল কংগ্রেসের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের দল বিদেশনীতির প্রশ্নে সরকারের পাশে রয়েছে৷ ইউক্রেন ফেরত পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠিও দিয়েছেন কেন্দ্রকে৷ প্রধানমন্ত্রী এই পড়ুয়াদের হাঙ্গেরিতে পাঠানোর কথা বলেছেন, যদিও সেখানে পড়ার খরচ বেশি৷ আমার প্রশ্ন, কেন্দ্রের এই পরিকল্পনা এই মুহূর্তে কী অবস্থায় আছে জানানো হোক৷ ভারত কি সামনে এসে নেতৃত্ব দিয়ে আলোচনার মাধ্যমে যুদ্ধ বন্ধ করানোর পরিস্থিতিতে আছে?

আরও পড়ুন-ম্যান ইউ প্রাক্তনের তোপ বর্তমানের দিকে প্রত্যাশাপূরণে ব্যর্থ রোনাল্ডো, দাবি রুনির

তৃণমূলের আরেক সাংসদ সৌগত রায় দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর প্রসঙ্গ টেনে বলেন, অতীতে তিনি যেভাবে আন্তর্জাতিক সমস্যার মোকাবিলা করেছিলেন, এই সরকারেরও সেই ভূমিকা পালন করা উচিত৷ কিছুটা কটাক্ষের সুরে তৃণমূল সাংসদ বলেন, আমাদের প্রধানমন্ত্রী পর্যটক৷ নানা দেশে ঘুরে–বেড়িয়ে তিনি নিজেকে বিশ্বগুরু বলে প্রচার করেন৷ নিজেকে বিশ্বগুরু বলে দাবি করলেও ইউক্রেন–রাশিয়া যুদ্ধ পরিস্থিতিতে কেন বিশ্বগুরুর ভূমিকা পালন করতে পারছেন না নরেন্দ্র মোদি?

Latest article