প্রতিবেদন : মিসড কল আর সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। এই জোড়া অস্ত্রে ভর করেই বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন হয়েও ওঠার দাবি করে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তরফে দাবি করা হয়, সমাজ মাধ্যমের নিরিখে তিনিই বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও প্রভাবশালী নেতা। কিন্তু বুধবার এহেন ‘বিশ্বগুরু’-র একটি ট্যুইট ঘিরে জোর শোরগোল শুরু হয়েছে। কারণ, জগজীবনকে শ্রদ্ধা জানানোর ছবিতে মোদির সঙ্গে হাজির প্রয়াত অর্থমন্ত্রী অরুণ জেটলি! প্রধানমন্ত্রীর ট্যুইটার হ্যান্ডেল থেকে পোস্ট হওয়া এই ছবি ঘিরে নেটপাড়া উত্তাল।
আরও পড়ুন-পড়ুয়াদের নিয়ে কেন্দ্রের সুস্পষ্ট দিশা কোথায়? সরব সুদীপ
রসিক প্রশ্ন ধেয়ে আসছে, মোদি কি তাহলে জেটলির ভূত দেখছেন? যদিও এই পোস্টের মধ্যে লুকিয়ে রয়েছে অন্য জল্পনাও। তা হল, প্রবল পরাক্রমী ‘আইটি সেল’ কি তবে ঝিমিয়ে পড়েছে? দলিতনেতা, দেশের প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী বাবু জগজীবন রামের ১১৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার একটি ছবি সহ ট্যুইট করেন প্রধানমন্ত্রী। জগজীবন রামের প্রতিকৃতির সামনে নতমস্তকে শ্রদ্ধা জানাতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। তাঁর পিছনে আছেন অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রী-নেতারাও। দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রীর ঠিক পিছনে দাঁড়িয়ে আছেন অরুণ জেটলি৷
আরও পড়ুন-মুম্বইকে হারাতেই উচ্ছ্বসিত কিং খান, আন্দ্রের মতো নাচতে চাই, বললেন শাহরুখ
যিনি প্রায় আড়াই বছর আগে প্রয়াত হয়েছেন৷ প্রশ্ন উঠছে, ২০১৯ সালের পর ২০২০, ২০২১ সালেও জগজীবন রামের জন্মবার্ষিকী ছিল৷ তখনও কি এই ছবিটিই পোস্ট করা হয়েছিল? যদি করা হয়ে থাকে, তাহলে কেন? আর যদি এই ছবিটি পোস্ট না করা হয়ে থাকে, এ বছর কেন পোস্ট করা হল? অবশ্য বিজেপিতে এমন ভুল নতুন নয়। এর আগেও গেরুয়া ব্রিগেডের আইকন যোগী আদিত্যনাথের ট্যুইটার হ্যান্ডল থেকেও উত্তরপ্রদেশের উন্নয়ন বলে কলকাতার মা উড়ালপুলের ছবি ব্যবহার করা হয়েছিল।