পড়ুয়াদের নিয়ে কেন্দ্রের সুস্পষ্ট দিশা কোথায়? সরব সুদীপ

তিনি শুধু জানান, হাঙ্গেরি প্রথম ভারতীয় পড়ুয়াদের নিয়ে প্রস্তাব দিয়েছে। অন্যান্য প্রতিবেশী দেশগুলির সঙ্গেও আলোচনা চলছে।

Must read

নবনীতা মণ্ডল, নয়াদিল্লি : লোকসভায় রাশিয়া-ইউক্রেন নিয়ে জবাবি ভাষণে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর নির্দিষ্ট কোনও দিশা দেখাতে পারেননি বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের৷ যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে ভারতে ফিরে আসা পড়ুয়াদের ভবিষ্যৎ কী হবে তার জন্য কেন্দ্রের কাছে সুস্পষ্ট কোনও জবাব নেই বলে অভিযোগ তুললেন লোকসভার তৃণমূল কংগ্রেসের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-মুম্বইকে হারাতেই উচ্ছ্বসিত কিং খান, আন্দ্রের মতো নাচতে চাই, বললেন শাহরুখ

বুধবার বিদেশমন্ত্রীর বক্তব্যের পরেই সুদীপ জানতে চান, ইউক্রেন থেকে ফেরা ভারতীয় পড়ুয়াদের ভবিষ্যৎ কী? যে রাজ্য থেকে আমি এসেছি সেখানকার ৩৫০ জনের বেশি পড়ুয়া ইউক্রেন থেকে ফিরেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের বিষয়ে বেশ কয়েকটি প্রস্তাব দিয়েছেন। সেই পড়ুয়াদের রাজ্যে পড়ার ব্যবস্থা করে দেওয়ার কথাও তিনি বলেছেন। প্রধানমন্ত্রী উত্তর দিয়েছেন, ইউক্রেন থেকে ফেরা পড়ুয়াদের হাঙ্গেরিতে পাঠানো হবে। আমার প্রশ্ন, নির্দিষ্ট সময়ের মধ্যে জানানো হোক কতদিনের মধ্যে পড়ুয়াদের অন্য জায়গায় পড়ার ব্যবস্থা করা হবে? তৃণমূল সাংসদের এই বক্তব্য সমর্থন করে পড়ুয়াদের নিয়ে উদ্বেগ প্রকাশ করে শিবসেনা এবং কংগ্রেসও। যদিও বিদেশমন্ত্রী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের কোনও নির্দিষ্ট জবাব দিতে পারেননি। তিনি শুধু জানান, হাঙ্গেরি প্রথম ভারতীয় পড়ুয়াদের নিয়ে প্রস্তাব দিয়েছে। অন্যান্য প্রতিবেশী দেশগুলির সঙ্গেও আলোচনা চলছে।

Latest article