সংবাদদাতা, কোচবিহার : কোনওরকম দুর্নীতি বরাস্ত নয়, একথা আগেই বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশ মেনেই তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সঞ্জয় বর্মনকে শোকজের চিঠি পাঠান জেলা সভাপতি পার্থপ্রতিম রায়। এবার তাঁর ক্ষমতা কেড়ে নেওয়া হল। তাঁর জায়গায় দিনহাটা-১ এ ব্লকের কাজ চালাবেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি পার্থপ্রতিম রায় ও বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে একথা জানান তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি পার্থপ্রতিম রায়।
আরও পড়ুন-ডিজেল দামি, লোকসানের ভয়ে পথে কমছে বাস
প্রসঙ্গত, দিনহাটা-১ এ ব্লকের সিতাই বিধানসভা কেন্দ্রের বড় শৌলমারি গ্রামপঞ্চায়েতের দলের নির্দেশ অমান্য করে ৮ জন সদস্য অনাস্থা আনায় তলবি সভায় প্রধান অপসারিত হয়েছে। ইতিমধ্যেই এই ৮ গ্রাম পঞ্চায়েত সদস্যদের দল থেকে বহিষ্কার করা হয়েছে। ব্লক সভাপতি সঞ্জয় বর্মন এই ঘটনায় যুক্ত থাকায় দল তাঁকে শোকজ করে। সঞ্জয় বর্মন ৪৮ ঘণ্টার আগেই সেই শোকজ-এর উত্তর দেন। গোটা বিষয়টি খতিয়ে দেখে তৃণমূল নেতৃত্ব ব্লক সভাপতির বিরুদ্ধে উষ্মা প্রকাশ করেছেন।
আরও পড়ুন-বিস্ফোরক খুঁজতে টিম নাইন
পার্থপ্রতিম রায় বলেন, “গ্রাম পঞ্চায়েতের ৮ জন গ্রাম পঞ্চায়েত সদস্যকে ইতিমধ্যে বহিষ্কার করা হয়েছে। এবং ব্লক সভাপতি সঞ্জয় বর্মনকে শোকজ করা হয়েছিল। ৪৮ ঘণ্টা আগেই তিনি লিখিত ভাবে শোকজের জবাব দিয়েছেন। গোটা বিষয়টি খতিয়ে দেখে আমরা সঞ্জয় বর্মনকে দলের কর্মসূচির আওতার বাইরে রাখছি। আমরা ওঁর ব্লক সভাপতির ক্ষমতা খর্ব শুধু নয়, আপাতত ক্ষমতা ‘সিজ’ করছি।’’