চিলড্রেনস পার্কে চলবে টয়ট্রেন বালুরঘাট

Must read

সংবাদদাতা, বালুরঘাট : পার্কে চলবে টয়ট্রেন। সবুজ গাছ আর ফুলের বাগানের চারপাশে চক্কর কেটে এগিয়ে যাবে কু ঝিক ঝিক করে। পয়লা বৈশাখ উপলক্ষে রাজ্য সরকারের উপহার। বালুরঘাট (Balurghat) চিলড্রেনস পার্কে পথচলা শুরু হল টয়ট্রেনের। শুক্রবার রাজ্য সরকারের বন দফতরের পার্ক ও গার্ডেন (উত্তর) ডিভিশনের উদ্যোগে আয়োজিত একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে বালুরঘাট চিলড্রেনস পার্কে ফিতে কেটে ভার্টিক্যাল গার্ডেন, বার্ড কেস এবং সবুজ পতাকা দেখিয়ে টয়ট্রেনের উদ্বোধন করেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক আয়েশা রানি এ। ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপার রাহুল দে, বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র, রেঞ্জ অফিসার প্রবীর কুমার রায়। চেয়ারম্যান বলেন, ‘‘শিশুদের জন্য বড় উপহার। বালুরঘাটেই (Balurghat) তারা পাবে দার্জিলিংয়ের টয়ট্রেনের মজা।’’ জেলাশাসক আয়েশা রানি এ বলেন, ‘‘বালুরঘাটের এই পার্কও পর্যটনের অঙ্গ হয়ে উঠবে।’’

Latest article