সংবাদদাতা, রামপুরহাট: কলকাতা হাইকোর্টের নির্দেশের পর ভাদু শেখ খুনে শনিবার রামপুরহাট এসিজেএম আদালতে যায় সিবিআইয়ের (CBI) দল। এদিন দলটি রামপুরহাট থানায় গিয়ে ওই খুনের তদন্তকারী অফিসার টুবাই ভৌমিকের কাছ থেকে সিডি, সিসিটিভি ফুটেজ-সহ বিভিন্ন নথি নিয়ে এসিজেএম আদালতে গিয়ে ভাদু শেখ খুনের এফআইআর দায়ের করে। এদিন ওই খুনে অভিযুক্ত পাঁচ আসামি যথাক্রমে নুর ইসলাম শেখ ওরফে সঞ্জু, ভাসান শেখ, রাজা শেখ, শেরা শেখ ও সফিকুল শেখকে হাজির করে পাঁচদিনের হেফাজতে নিতে চাইলে এসিজেএম ভারপ্রাপ্ত বিচারক শিউলি রায় ধৃত পাঁচজনকে চারদিনের সিবিআই (CBI) হেফাজতের নির্দেশ দেন। ধৃতদের ফের ১৩ এপ্রিল আদালতে তোলা হবে।