প্রধান শিক্ষককে ছাড়তে নারাজ পড়ুয়ারা

Must read

সংবাদদাতা, পাঁশকুড়া : স্কুলের প্রধান শিক্ষকের বদলির অর্ডার এসে গিয়েছে। তাঁকে চলে যেতে হবে অন্য স্কুলে। কিন্তু ছাত্রদরদি শিক্ষককে ছাড়তে নারাজ ছাত্রছাত্রীরা। তারা বেরনোর পথ আগলে বসে পড়ল ধর্নায়। প্রায়ই শিক্ষক নিগ্রহের খবরের মাঝে বেমানান এই ঘটনায় আলোড়ন পড়ে গিয়েছে সর্বত্র। পাঁশকুড়ার ১৭ নম্বর ওয়ার্ডের চাঁপাডালি হাইস্কুলের ঘটনা। ২০১০ থেকে এই স্কুলে প্রধানশিক্ষক (Head Master) হিসাবে রয়েছেন নরেশ রানা। বাড়ি সবংয়ের দশক গ্রামে। তাঁর অবসর নিতে বছর তিনেক দেরি। তিনি চেয়েছিলেন বাড়ির কাছাকাছি কোনও স্কুলে বদলি হতে। উৎশ্রী প্রকল্পে আবেদন করেন। তা মঞ্জুরও হয়। বদলি হয় রামকৃষ্ণ বিদ্যাপীঠে। কিন্তু চাঁপাডালি স্কুলের পড়ুয়ারা তাঁদের প্রিয় শিক্ষককে (Head Master) ছাড়তে নারাজ। তারা কান্নায় ভেঙে পড়েন। নারাজ অভিভাবকেরাও। তাঁরা শনিবার স্কুলের সামনেই ধর্নায় বসেন। পড়ুয়াদের এই আবেগ আর ভালবাসায় আপ্লুত নরেশবাবু। জানিয়েছেন, সার্কেল ইনস্পেক্টরের সঙ্গে কথা বলে দেখবেন।

Latest article