সংবাদদাতা, শিলিগুড়ি : বাগডোগরা বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণের জন্য ১৫ দিন বিমান ওঠানামা বন্ধ। সোমবার ১১ এপ্রিল থেকে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বাগডোগরা বিমানবন্দরে সম্পূর্ণরূপে বিমান পরিষেবা বন্ধ থাকবে। দীর্ঘদিন ধরেই বিমানবন্দর কর্তৃপক্ষ রাজ্য সরকারের কাছে জমি চাইছিল বিমানবন্দর সহ রানওয়ে সম্প্রসারণের জন্য। রাজ্য সরকার বিমানবন্দর কর্তৃপক্ষকে জমি দেয়। তার পরেই এদিন থেকে কাজ শুরু হয়।
আরও পড়ুন-চাহাল-কাণ্ডে চাপ বাড়ল ফ্র্যাঙ্কলিনের
বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, রানওয়ে যেমন সম্প্রসারণ হবে তেমনি আরেকটি টার্মিনাল তৈরি হতে চলেছে বাগডোগরা বিমানবন্দরে। বাগডোগরা বিমানবন্দরের রানওয়েতে দীর্ঘদিন ধরেই সমস্যা দেখা দিয়েছে। গত একমাসে রানওয়েতে ফাটল দেখা দেওয়ার কারণে তিনদিন বিমান পরিষেবা বন্ধ ছিল। সম্প্রসারণের কাজ শেষ হলে বাগডোগরা বিমানবন্দরে আর কোনও সমস্যা থাকবে না। বিমানবন্দরের ডিরেক্টর সুব্রহ্মণ্যম পি বলেন, ‘‘বাগডোগরা বিমানবন্দর ইন্ডিয়ান এয়ারফোর্সের অধীনে রয়েছে। তাই তারা সিদ্ধান্ত নিয়ে অনেক আগেই জানিয়েছিল ১১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত বিমান ওঠানামা বন্ধ থাকবে। ২৬ এপ্রিল স্বাভাবিক হবে পরিষেবা। এই সময়ের জন্য যাঁরা বিমানের টিকিট অনেক আগেই কেটেছিলেন তাঁদের সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হচ্ছে।’’ অন্যদিকে ১৫ দিনের জন্য বিমান পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার কারণে চাহিদা বেড়েছে ট্রেনের ও বাসের টিকিটের।