নাগরিক দরবার কাঠগড়ায় বামেরা

বোর্ড গঠনের পর ওয়ার্ডের বাসিন্দাদের উন্নয়নের লক্ষ্যে শিলিগুড়ি পুরসভার আয়োজিত নাগরিক দববারে মেয়র গৌতম দেবের কাছে বিগত বামবোর্ডের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলে ধরলেন

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : ‘‘জোর করে জমি অধিগ্রহণ। দেওয়া হয়নি ক্ষতিপূরণ। ভোট না পেয়ে পুরসভা হাতছাড়া হওয়ায় মুখ লুকিয়েছেন বাম নেতারা।’’ বোর্ড গঠনের পর ওয়ার্ডের বাসিন্দাদের উন্নয়নের লক্ষ্যে শিলিগুড়ি পুরসভার আয়োজিত নাগরিক দববারে মেয়র গৌতম দেবের কাছে বিগত বামবোর্ডের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলে ধরলেন ২১ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার ও শিলিগুড়ি পুরসভার কমিশনার সোনাম ওয়াংদি ভুটিয়া। সোমবার ২১ নম্বর ওয়ার্ডে রবীন্দ্র সংঘ ক্লাবে শিবিরের আয়োজন করা হয়।

আরও পড়ুন-২৬ এপ্রিল বাগডোগরা থেকে ফের উড়বে উড়ান, ১৫ দিন বন্ধ বিমান পরিষেবা

ওয়ার্ডের বাসিন্দাদের সমস্ত সুবিধা-অসুবিধা জানতে নাগরিক দফতরে উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব। স্বাস্থ্য সাথী কার্ড, লক্ষ্মীর ভাণ্ডার, তফসিলি উপজাতিদের শংসাপত্র, স্টুডেন্ট ক্রেডিট কার্ড-সহ পরিষেবার আবেদন এবং পরিষেবার বিষয়ে দুয়ারে সরকার শিবিরে আলোচনা করা হয়। যাঁরা কার্ড হাতে পাননি তাঁরা সরাসরি মেয়রকে জানান। কাউন্সিলর কুন্তল রায় বলেন, যাঁরা আবেদন করার পরেও কার্ড হাতে পাননি তাঁদের দ্রুত কার্ডের ব্যবস্থা করা হবে।’’ মেয়র গৌতম দেব বলেন, ‘‘ওয়ার্ডের মানুষের সমাস্যার সমাধান করতেই এই শিবিরের আয়োজন। এলাকার উন্নয়ন দ্রুত শুরু হবে। প্রত্যেকটি ওয়ার্ডেই নাগরিক দরবার হবে।’’

Latest article