পোচেস্ট্রুম, ১২ এপ্রিল : ফাইনালে উঠতে পারলে স্বপ্নকে ছুঁতে পারতেন ভারতের মেয়েরা। নেদারল্যান্ডস ম্যাচে সেই স্বপ্ন ধূলিসাৎ হয়েছে। মঙ্গলবার ইংল্যান্ডের কাছে হেরে ব্রোঞ্জও হাতছাড়া করল ভারতীয় মহিলা হকি দল। নির্ধারিত সময়ে খেলার ফল ছিল ২-২। এরপর টাইব্রেকারে ইংল্যান্ড তিনটি গোল করলেও ভারত কোনও গোল করতে পারেনি।
আরও পড়ুন-৯৫ বছরের বৃদ্ধার সফল হার্টের অস্ত্রোপচার
০-১ পিছিয়ে পড়েও ভারতের মেয়েরা একসময় ম্যাচে ২-১-এ এগিয়ে গিয়েছিলেন। কিন্তু খেলা শেষের দু’মিনিট আগে গোল করে সমতা ফিরিয়েছে ইংল্যান্ড। এদিন মিলি গিগিলোর গোলে এগিয়ে গিয়েছিল ইংল্যান্ড। কিন্তু মমতাজ খান প্রথমে গোল করে ভারতকে সমতায় ফেরান। পরে আবার গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন। তবে ভারত যখন প্রায় ব্রোঞ্জ পদক দখলে নিয়ে নিয়েছে, তখনই ক্লদিয়া সোয়াইন গোল করে ইংল্যান্ডকে ২-২ করে দেন। পেনাল্টি শ্যুট আউটে শর্মিলা দেবী, সংগীতা ও সালমা টেটে কোনও গোল করতে পারেননি। কিন্তু বিপক্ষের ক্যাটি কার্টিস, সোয়াইন ও ম্যাডি অক্সফোর্ড গোল করে ইংল্যান্ডকে জিতিয়ে দেন ও দলের ব্রোঞ্জ সুনিশ্চিত করেন। এই দলের শর্মিলা সহ তিনজন খেলোয়াড় টোকিও অলিম্পিকে ভারতীয় দলের হয়ে খেলেছেন। আর ৮০ দিন পরে মেয়েদের সিনিয়র বিশ্বকাপ। অনেকের দারণা, এই দলের কয়েকজন সেই দলেও থাকবেন।