এবারও ভোট দিতে পারলেন না রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। শারীরিক অসুস্থতার কারণে পরপর চারবার ভোট দিতে পারলেন না তিনি। তবে এদিন বালিগঞ্জ উপনির্বাচনে পাঠভবন হাইস্কুলের বুথে ভোট দেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী মীরা ভট্টাচার্য এবং তাঁর মেয়ে সুচেতনা। বুদ্ধবাবু ভোট দিতে না পারায় আক্ষেপ করেন মীরা ভট্টাচার্য।
আরও পড়ুন-হাইকোর্টের আস্থা রাজ্য পুলিশেই
তিনি জানান, শারীরিকভাবে অসুস্থ থাকলেও মানসিকভাবে এখনও সজাগ রয়েছেন বুদ্ধবাবু। এখন শয্যাশায়ী প্রাক্তন মুখ্যমন্ত্রী। অধিকাংশ সময়ই তাঁকে অক্সিজেন নিতে হয়। চোখে ঠিকমতো দেখতে পাচ্ছেন না। ২০১৯ থেকেই আর ভোট দিতে পারেননি বুদ্ধবাবু। তবে, দলের সঙ্গে নিয়মিত ফোনে যোগাযোগ রাখেন তিনি।