হাইকোর্টের আস্থা রাজ্য পুলিশেই

মঙ্গলবার এ বিষয়ে একটি জনস্বার্থ মামলার শুনানি হয় হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে।

Must read

প্রতিবেদন : রাজ্য পুলিশেই আস্থা কলকাতা হাইকোর্টের। রাজ্যের ৪টি ধর্ষণের অভিযোগের মামলায় আইপিএস অফিসার দময়ন্তী সেনের নেতৃত্বে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। তদন্ত চলবে হাইকোর্টের নজরদারিতে। মাটিয়া, মালদহ, দেগঙ্গা এবং বাঁশদ্রোণীতে ধর্ষণের অভিযোগ খতিয়ে দেখে তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল বা ‘সিট’ তৈরি করে দিয়েছে আদালত। এরই নেতৃত্বে থাকবেন দময়ন্তী সেন। তিনি এখন রয়েছেন কলকাতা পুলিশের স্পেশ্যাল কমিশনার পদে।

আরও পড়ুন-বালিগঞ্জে তিনি নেই, তবুও তাঁকে নিয়েই চর্চা

মঙ্গলবার এ বিষয়ে একটি জনস্বার্থ মামলার শুনানি হয় হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে। এরই প্রেক্ষিতে তিনি দময়ন্তী সেনের নেতৃত্বে তদন্তের নির্দেশ দেন। তদন্তের অগ্রগতি কতটা হয়েছে সেই রিপোর্টও রাজ্যকে দিতে নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। রিপোর্ট পেশ করতে হবে ২০ এপ্রিলের মধ্যেই। ওইদিনই মামলার পরবর্তী শুনানি। ইতিমধ্যেই সাম্প্রতিক কয়েকটি ঘটনায় পুলিশ পদক্ষেপ করেছে। গ্রেফতারও করা হয়েছে। মঙ্গলবার কাকদ্বীপ থেকে পুলিশ দু’জনকে গ্রেফতারও করেছে। রাজ্য সরকার এনিয়ে যথেষ্ট সজাগ। সেইভাবেই পুলিশ ও প্রশাসনকে নির্দেশও দেওয়া হয়েছে। দলের তরফে বলা হয়েছে, আইন আইনের পথেই চলবে। দোষীরা কেউ ছাড়া পাবেন না। নির্যাতিতার পরিবারের পাশে রয়েছে রাজ্য সরকার। পুলিশকেও কঠোর ব্যবস্থা নিতে বলা হয়েছে।

Latest article