পশ্চিমবঙ্গের প্রস্তাবিত নেতাজির ট্যাবলো বাতিল নিয়ে প্রজাতন্ত্র দিবসের আগে অনেক বিতর্ক হয়েছে। কেন্দ্র-রাজ্যের তরজার পাশাপাশি নেতাজি ট্যাবলোর বিষয়টির আদালতে পৌঁছে গিয়েছিল। এরই মাঝে নেতাজিকে নিয়ে বড় ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী একটি টুইট করে ঘোষণা করলেন যে ইন্ডিয়া গেটে নেতাজি সুভাষ চন্দ্র বসুর একটি বিশাল মূর্তি স্থাপন করা হবে। তিনি আরও বলেন যে মূর্তিটি নির্মিত না হওয়া পর্যন্ত এই একই জায়গায় নেতাজির একটি হলোগ্রাম আবক্ষ প্রদর্শিত হবে।
আরও পড়ুন-রবীন-শিবম জুটিতে প্রথম জয় চেন্নাইয়ের থিকসানার চার উইকেট
এই বিষয় নিয়ে নিজেদের গুরুত্বপূর্ণ মতামত প্রকাশ করেছিলেন তৃণমূল কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। এই নিয়ে বেশ কিছু যোগ্য পদক্ষেপ নিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। এবার তিনি টুইট করে একটি চিঠি পোস্ট করেন ও লেখেন,
‘শুধু ইন্ডিয়া গেটে মূর্তি ঘোষণা নয়, নেতাজির প্রতি আসল শ্রদ্ধা জানাতে দরকার তাঁর অন্তর্ধান রহস্যের প্রকৃত সমাধান।
কিছু বক্তব্য লিখেছিলাম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে।
তিনি জবাব দেন এবং আমার চিঠি পরবর্তী পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট বিভাগে পাঠান। তারা যোগাযোগ রাখছে।
সর্বশেষ চিঠি-
শুধু ইন্ডিয়া গেটে মূর্তি ঘোষণা নয়, নেতাজির প্রতি আসল শ্রদ্ধা জানাতে দরকার তাঁর অন্তর্ধান রহস্যের প্রকৃত সমাধান।
কিছু বক্তব্য লিখেছিলাম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে।
তিনি জবাব দেন এবং আমার চিঠি পরবর্তী পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট বিভাগে পাঠান। তারা যোগাযোগ রাখছে।
সর্বশেষ চিঠি- pic.twitter.com/TDgTGhc2gQ— Kunal Ghosh (@KunalGhoshAgain) April 13, 2022