জালে মোদি-ঘনিষ্ঠ

কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির পক্ষ থেকে জানানো হয়েছে, পিএনবি কেলেঙ্কারি মামলায় অন্যতম অভিযুক্ত সুভাষকে মঙ্গলবার কায়রো থেকে প্রত্যর্পণ করে মুম্বইয়ে আনা হয়েছে।

Must read

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কেলেঙ্কারি মামলায় অন্যতম অভিযুক্ত নীরব মোদির ঘনিষ্ঠ সুভাষ পরবকে মিশর থেকে গ্রেফতার করে দেশে ফিরিয়ে আনল সিবিআই। মঙ্গলবার কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির পক্ষ থেকে জানানো হয়েছে, পিএনবি কেলেঙ্কারি মামলায় অন্যতম অভিযুক্ত সুভাষকে মঙ্গলবার কায়রো থেকে প্রত্যর্পণ করে মুম্বইয়ে আনা হয়েছে।

আরও পড়ুন-নেতাজির অন্তর্ধান রহস্যের প্রকৃত সমাধান নিয়ে গুরুত্বপূর্ন পদক্ষেপ কুণাল ঘোষের

২০১৮ সালে ভারত থেকে মিশরে পালিয়ে গিয়েছিলেন এই সুভাষ। তখন থেকেই তিনি কায়রোতে ঘাপটি মেরে ছিলেন। সুভাষ ছিলেন নীরব মোদির অলংকার সংস্থার ডেপুটি ম্যানেজার। তাঁর হাত দিয়েই কোটি কোটি টাকার লেনদেন করতেন নীরব মোদি। সিবিআইয়ের দাবি, পিএনবি কেলেঙ্কারির কোটি কোটি টাকা তছরুপের মূল সাক্ষী এই সুভাষ।

Latest article