প্রতিবেদন : ক্যালেন্ডারের হিসেবে এখনও বসন্ত শেষ হয়নি। কিন্তু এপ্রিলের শুরু থেকেই দেশের বিভিন্ন প্রান্তে দাপট দেখাচ্ছে গরম। এপ্রিলের শুরুতেই দিল্লির তাপমাত্রা ৪২.৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছে। যা ভেঙে দিয়েছে ৭২ বছরের পুরনো রেকর্ড। তবে এখনও পর্যন্ত এপ্রিলে দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ৪৩.২ ডিগ্রি।
আরও পড়ুন-জালে মোদি-ঘনিষ্ঠ
গত কয়েকদিন ধরে প্রবল অস্বস্তি আরও গরম নিয়ে দিন শুরু হচ্ছে রাজধানীর। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই শুরু হচ্ছে প্রবল দাবদাহ। ইতিমধ্যেই রাজধানীতে লু বইতে শুরু করেছে। সোমবার দিল্লিতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২.৬ সেলসিয়াস। যা ৭২ বছরের মধ্যে সবচেয়ে বেশি। এপ্রিলের সবেমাত্র ১২ দিন কেটেছে। এরই মধ্যে দিল্লিতে পাঁচদিন তাপপ্রবাহ হয়েছে বলে মৌসম ভবন জানিয়েছে। এর আগে ২০১৭ সালে এপ্রিলে দিল্লিতে মোট ছয়দিন তাপপ্রবাহ চলেছিল। এখনও পর্যন্ত এপ্রিলে দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ৪৫.৬ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন-নেতাজির অন্তর্ধান রহস্যের প্রকৃত সমাধান নিয়ে গুরুত্বপূর্ন পদক্ষেপ কুণাল ঘোষের
১৯৪১ সালের ২৯ এপ্রিল দিল্লিতে এই তাপমাত্রা রেকর্ড হয়েছিল। ইতিমধ্যেই মৌসম ভবন গ্রীষ্মের দাবদাহ সম্পর্কে বেশ কয়েকটি রাজ্যকে সতর্ক করেছে। দেশবাসীকে সতর্ক করে বলা হয়েছে, বেলা ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত খুব জরুরি কোনও কাজ না থাকলে তাঁরা যেন ঘরের বাইরে বের না হন।