প্রতিবেদন : বিক্ষোভ থামার ইঙ্গিত মিলছে না। পথে নেমে আন্দোলন ছাড়া বিকল্প দেখছেন না উপোসী মানুষ। দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের। বিরোধীদের সঙ্গে আলোচনাও ব্যর্থ। তৈরি করা যায়নি অন্তর্বর্তী সরকার। এবার তাই নিজেদের দেউলিয়া ঘোষণা করল সরকার।
আরও পড়ুন-ভারতকে সমর্থন
পাশাপাশি নৈরাজ্যের শ্রীলঙ্কায় দেশবাসীর কাছে হাতজোড় করে বিক্ষোভ থামানোর আর্জি জানাতে হল প্রধানমন্ত্রীকে। জাতির উদ্দেশে ভাষণে তিনি বলেছেন, আপনারা রাস্তায় যত বিক্ষোভ করবেন, বিদেশি মুদ্রা জোগাড় করার ক্ষেত্রে আমাদের তত অসুবিধে হবে। ক্ষতি হবে। তাঁর সংযোজন, আপনারা যে সংস্কারের দাবি করছেন, সেটা এখন অগ্রাধিকার হতে পারে না। আপাতত প্রথম কাজ, এই সঙ্কট সামাল দেওয়া। তাঁর সাফাই, কোভিড মহামারীর কারণেই এমন পরিস্থিতির মুখে পড়েছি আমরা। আমাদের বিদেশি মুদ্রার রিজার্ভ তলানিতে এসে ঠেকেছে। তাঁর দাবি, তিনি এবং তাঁর ভাই প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপক্ষে উত্তরণের পথ খুঁজছেন। মানুষকে ধৈর্য ধরতে হবে। শ্রীলঙ্কা যে ঠিক কতটা খারাপ অবস্থায় আছে, তা বোঝা গিয়েছে বিদেশমন্ত্রকের বক্তব্যে। আভাস ছিলই, এবার সরাসরি নিজেদের দেউলিয়া বলে ঘোষণা করে দিল দ্বীপরাষ্ট্রটি। শ্রীলঙ্কার বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, চিন সহ অন্য দেশের কাছ থেকে যে ঋণগুলি নেওয়া হয়েছে, তা পরিশোধ করা এখনই সম্ভব নয়।