ভারতকে সমর্থন

পাশাপাশি রাষ্ট্রসংঘের ১৫ সদস্যের শীর্ষ সিদ্ধান্ত গ্রহণকারী কমিটির সদস্য হিসেবেও ভারতের ভূমিকার প্রশংসা করেছে আমেরিকা

Must read

রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদ দেওয়ার জন্য এবং নিউক্লিয়ার সাপ্লায়ার গ্রুপেও ভারতকে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিল জো বাইডেন প্রশাসন। পাশাপাশি রাষ্ট্রসংঘের ১৫ সদস্যের শীর্ষ সিদ্ধান্ত গ্রহণকারী কমিটির সদস্য হিসেবেও ভারতের ভূমিকার প্রশংসা করেছে আমেরিকা।

আরও পড়ুন-মোদির বারাণসীতেই মুখ থুবড়ে পড়ল বিজেপি

রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে অন্তর্ভুক্তির জন্য ভারত দীর্ঘদিন ধরে চেষ্টা চালাচ্ছে। কিন্তু ভারতের প্রবেশের পথে বড় কাঁটা চিন। একইভাবে পরমাণু সরবরাহকারী গোষ্ঠীতেও ভারতের অন্তর্ভুক্তির পথে অন্তরায় বেজিং। আমেরিকা এর আগেও ভারতকে দুই ক্ষেত্রেই সমর্থনের আশ্বাস দিয়েছিল। এবারও সেই আশ্বাস তারা বজায় রাখল। আমেরিকার পক্ষ থেকে জানানো হয়েছে, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতকে স্থায়ী সদস্য পদ দেওয়ার বিষয়ে তারা সমর্থন জানাবে।

Latest article