মুম্বই : টানা চার হারের পর চলতি আইপিএলে প্রথম জয়ের মুখ দেখেছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। গত বারের চ্যাম্পিয়নরা মঙ্গলবার বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ২৩ রানে হারিয়েছে। টানা হারে প্রচণ্ড চাপে ছিলেন সিএসকে অধিনায়ক রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। টুর্নামেন্টের প্রথম জয়ের পর যেন চাপমুক্ত জাড্ডু। জানিয়ে দিলেন, নেতৃত্বের ভূমিকায় তিনি এখনও শিখছেন।
অধিনায়ক হিসেবে প্রথম জয় জাদেজার। ভারতীয় অলরাউন্ডার জয় উৎসর্গ করেছেন স্ত্রীকে। সিএসকে অধিনায়ক বলেছেন, ‘‘এর আগে আমি কখনও কোনও দলকে নেতৃত্ব দিইনি। অধিনায়ক হিসেবে প্রথম জয় আমার স্ত্রীকে উৎসর্গ করতে চাই। কারণ, প্রথম জয় সব সময় স্পেশাল।’’
আরও পড়ুন-রিটায়ারিং আউট আরও হবে : অশ্বিন
এর পর জাদেজা (Ravindra Jadeja) যোগ করেন, ‘‘আগের চারটি ম্যাচে আমরা সীমানা অতিক্রম করতে পারিনি। কিন্তু দল হিসেবে আমরা ঘুরে দাঁড়িয়েছি। অধিনায়ক হিসেবে আমি সিনিয়র ক্রিকেটারদের মস্তিষ্ক, অভিজ্ঞতা থেকে শেখার চেষ্টা করছি। মাহিভাই এখানে আছে। আমি সব সময় ওর কাছে যাই, আলোচনা করি। নেতৃত্বের নতুন ভূমিকায় আমার ধাতস্থ হতে কিছুটা সময় লাগবে। আমি এখনও শিখছি এবং চেষ্টা করছি প্রতি ম্যাচেই আরও উন্নতি করতে।’’
জাদেজা আরও বলেন, ‘‘পর পর চারটি ম্যাচ হারতে হলেও দল আতঙ্কিত হয়ে পড়েনি। ম্যানেজমেন্টও চাপে পড়েনি। বরং আমাকে উৎসাহ দিয়েছে। আমাদের ড্রেসিংরুমের অনেক অভিজ্ঞতা রয়েছে।’’