ম্যাঞ্চেস্টার, ১৬ এপ্রিল : ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো মেগা তারকা এসেও হাল ফেরাতে পারেননি। পরিস্থিতি এমন যে, ইপিএলের প্রথম চারে থেকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে অংশ নেওয়াও এখন খুব কঠিন স্বপ্ন। এই অবস্থায় ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ফ্যানেরা ক্লাবের প্র্যাকটিস গ্রাউন্ডের কাছে জড়ো হয়ে ক্লাব মালিকের বিরুদ্ধে বিক্ষোভ জানালেন।
আরও পড়ুন-মাথায় সেলাই নিয়েও অদম্য মনোতোষ শুভমের গোলে, জিতল বাংলা
ইপিএলে এই মুহূর্তে ষষ্ঠস্থানে রয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। রেড ডেভিলসরা এর আগে তিনটি টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে। এগুলি হল ইএফএল কাপ, এফএ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ। তাই সমর্থকদের এই প্রতিবাদ ছিল ক্লাব মালিক গ্লেজার ফ্যামিলি ও খারাপ ফর্মে থাকা ফুটবলারদের বিরুদ্ধে। এবারের লিগে ম্যান ইউ যত ম্যাচ খেলেছে, তার মধ্যে জিতেছে অর্ধেক ম্যাচ। গোলও খেয়েছে অনেক। হার এবং ড্র দেখতে দেখতে ক্লান্ত ম্যাঞ্চেস্টার সমর্থকরা তাই প্রতিবাদের রাস্তায় নেমেছেন।
আরও পড়ুন-১৫০ থেকে ৩ লাখি পেন
প্রসঙ্গত, গত বছরও ঠিক এভাবেই প্রতিবাদ জানিয়েছিলেন ম্যান ইউ সমর্থকরা। এঁদের সংখ্যা অনেক ছিল না। বড়জোর দু’ডজন। আর সেটাও শান্তিপূর্ণভাবে। তাঁরা হেঁটেছেন টলগেট পাব থেকে ওল্ড ট্র্যাফোর্ড পর্যন্ত। ১৭ মিনিটের প্রতিবাদ। গ্লেজার ফ্যামিলি এই ১৭ বছর ধরেই ম্যান ইউয়ের মালিকানায় রয়েছে। ম্যান ইউ মানেজার রাংনিক বলেছেন, সমর্থকদের হতাশার সঙ্গত কারণ রয়েছে। তাঁদের প্রতিবাদ জানানোর অধিকারও রয়েছে। তবে সমর্থকরা ক্লাব মালিকের বিরুদ্ধে বিক্ষোভ দেখালেও আগাগোড়া সংযত ছিলেন। তাঁদের প্রতিবাদও হয়েছে শান্তিপূর্ণভাবে।