সংবাদদাতা, হাওড়া : যাদবপুর, কলকাতা বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সির শিক্ষার মান যখন ক্রমশ উন্নতি করছে তখন শতাব্দীপ্রাচীন কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান শিবপুর আইআইইএসটির শিক্ষার মান ক্রমশ নামছে। কেন্দ্রীয় মানবসম্পদ দফতরের ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্কের (এনআইআরএফ) রিপোর্টেই এই তথ্য উঠে এসেছে। এনআইআরএফ-এর তালিকায় এখন শিবপুর আইআইইএসটি ১৭ থেকে ২৭ নম্বর স্থানে নেমে গেছে।
আরও পড়ুন-তদন্তকারীদের ডেকে পাঠাল লালবাজার
যদিও শনিবার শিবপুর আইআইইএসটিতে এসে এর কারণ অনুসন্ধানের দিকেই হাঁটলেন না শিক্ষা দফতরের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার। তিনি বললেন, সামান্য কয়েকটি কারণের জন্য এইরকম হয়েছে। সেগুলি দ্রুত সমাধান করা হবে। এরই সঙ্গে তিনি দাবি করেন, শিবপুর আইআইএসটির শিক্ষার মান এখন যথেষ্ট ভাল। অনেক দফতরে এবারও প্রায় ১০০ শতাংশ প্লেসমেন্ট হয়েছে। বেশিরভাগ শাখাতেই ৯০ শতাংশের বেশি প্লেসমেন্ট হয়েছে। এর পাশাপাশি এখানকার হস্টেলগুলিতে নিযুক্ত অশিক্ষক কর্মীদের বেতন কাঠামোর সমস্যার সমাধানেও কেন্দ্রীয় মন্ত্রী কোনও দিশা দিতে পারলেন না। এরকম প্রায় ৫০ জন অশিক্ষক কর্মী তাঁদের পাওনাগন্ডা নিয়ে এবং কেন্দ্রীয় স্কেলে বেতন দেওয়ার দাবিতে আন্দোলন চালিয়ে গেলেও আইআইএসটির অধিকর্তা ড. পার্থসারথি চক্রবর্তীকে পাশে বসিয়ে সুভাষ সরকার জানিয়ে দিলেন, এঁদের কেন্দ্রীয় স্কেল অনুযায়ী নিয়োগ করার কোনও কেন্দ্রীয় আইন নেই। তবুও কীভাবে বিষয়টি সমাধান করা যেতে পারে তা আমরা দেখছি।