তাপের দাহ আরও চলবে

উত্তরবঙ্গের আবহাওয়া কিছুটা স্বস্তি দিলেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা কবে মিলবে এখনও নির্দিষ্ট করে বলতে পারছে না আলিপুর আবহাওয়া দফতর।

Must read

প্রতিবেদন : বৈশাখের চড়া রোদে পুড়ছে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ। সকাল থেকেই রোদের জ্বালায় বাইরে বেরনো দায় হয়ে উঠেছে। উত্তরবঙ্গের আবহাওয়া কিছুটা স্বস্তি দিলেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা কবে মিলবে এখনও নির্দিষ্ট করে বলতে পারছে না আলিপুর আবহাওয়া দফতর।

আরও পড়ুন-মোদি জমানায় শিক্ষার মান নামল শিবপুর বিইতে

হাঁসফাঁস গরমে গা জুড়োতে খানিকটা স্বস্তি দিয়েছে শনিবার সন্ধ্যার আবহাওয়া। এদিন সন্ধ্যার পরে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ সামান্য বৃষ্টি হয়েছে। ছিল ঝোড়ো হাওয়াও। দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে সামান্য বৃষ্টি হয়েছে। শহরে আপাতত শুষ্ক আবহাওয়াই থাকবে। আগামী কয়েকদিনে তাপমাত্রার কোনও রদবদল ঘটবে না। পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, মালদহের একাধিক এলাকায় তৈরি হয়েছে তাপপ্রবাহের পরিস্থিতি ।

Latest article