ভারতীয় রেল। দেশের লাইফলাইন। ১৬ এপ্রিল ভারতীয় রেলের ইতিহাসে একটি মাইলস্টোন। কারণ, ১৮৫৩ সালের এই দিনেই প্রথম গড়িয়েছিল ভারতীয় রেলের চাকা। ভোলিবন্দর বোম্বাই থেকে থানের মধ্যে যাত্রা করেছিল প্রথম ট্রেনটি। সেই শুরু। তারপর গত ১৬৯ বছর ধরে সমগ্র জাতির সেবায় নিয়োজিত রয়েছে ভারতীয় রেল।
আরও পড়ুন-তাপের দাহ আরও চলবে
কয়লার ইঞ্জিন থেকে ডিজেল ইঞ্জিন হয়ে এখন ইলেকট্রিক ইঞ্জিনের জমানা। এর মধ্যে এসেছে রাজধানী, শতাব্দী, দুরন্তর মতো বিলাসবহুল ট্রেন। রেলের পরিবারে যুক্ত হয়েছে বন্দে ভারত-এর মতো ঝাঁ চকচকে আধুনিক রেক। মাটি ছেড়ে মাটির তলায় পৌঁছে গিয়েছে রেলের চাকা। কলকাতা, দিল্লির মতো শহরে মাটির নিচ দিয়ে ছুটছে মেট্রো রেল। সবমিলিয়ে প্রায় দেড় শতাব্দী পেরিয়ে আজও অপ্রতিহত ভারতীয় রেল।