প্রতিবেদন : যুদ্ধবাজ পুতিনের হুমকিতে আগাম আতঙ্কে ভুগছে ইউরোপের একাধিক দেশ। এর মধ্যে রয়েছে বিশ্বের সুখীতম দেশ ফিনল্যান্ড। একই কারণে আতঙ্কিত সুইডেনও। এই অবস্থায় আত্মরক্ষার তাগিদে ন্যাটোতে যোগ দেওয়ার পরিকল্পনা করেছে সুইডেন এবং ফিনল্যান্ড। এতদিন এই দু’টি দেশই কোনও সামরিক জোটে যোগ দেয়নি। জোটনিরপেক্ষ অবস্থান বজায় রেখেছিল।
আরও পড়ুন-গণহত্যা চালিয়েও হুমকি! কিয়েভের কাছে গণকবরের হদিশ, পরমাণু যুদ্ধের শঙ্কা
তবে ইউক্রেনে রাশিয়ার বেলাগাম হামলা ও নারকীয় গণহত্যার পরিস্থিতি দেখে এতদিনের অবস্থান বদল করেছে ইউরোপের অন্যতম অগ্রগণ্য এই দুই দেশ। নিজেদের সীমান্ত এবং নাগরিকদের সুরক্ষা নিয়ে উদ্বিগ্ন দু’দেশের সরকার। এই বিষয়ে আলোচনা করতে এ সপ্তাহে বৈঠকে বসেছিলেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সান্না মেরিন ও সুইডেনের প্রধানমন্ত্রী ম্যাগডেলেনা অ্যান্ডারসন। এই বৈঠকের পরই তাঁরা জানান যে, নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টি তাঁদের কাছে এখন অগ্রাধিকার। আর এতেই আরও খেপেছে ক্রেমলিন। রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট তথা বর্তমানে নিরাপত্তা উপদেষ্টার ভূমিকায় থাকা দিমিত্রি পেসকোভ স্পষ্ট জানিয়েছেন, বালটিক সাগর সংলগ্ন এলাকায় এবার পরমাণু অস্ত্র মজুত করবে রাশিয়া।