ব্যুরো রিপোর্ট : আগামী ১৫-২০ দিন মাওবাদীদের নাশকতা বিষয়ে শাসক দলের নেতাদের সতর্ক থাকতে বলেছে ঝাড়খণ্ড পুলিশ। সন্ধের মধ্যেই মিটিং, মিছিল সেরে বাড়ি ফিরতে পরামর্শ দিয়েছে তাঁদের। শুক্রবারই জঙ্গলমহলের মাওবাদী অধ্যুষিত থানাগুলিতে ১৫ দিনের হাই অ্যালার্ট জারি করে রাজ্য। বাতিল হয় পুলিশ দফতরের ছুটি। এই প্রেক্ষিতে রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য জঙ্গলমহলের জেলাগুলিতে ঝটিকা সফরে বেরিয়েছেন। শনিবার পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম পুলিশ জেলায় বৈঠক সেরে রবিবার সড়কপথে বাঁকুড়া পৌঁছন তিনি। বাঁকুড়া (Bankura) পুলিশ লাইনের কনফারেন্স হল থেকে বিষ্ণুপুর থানার নবনির্মিত ভবনের ভার্চুয়াল উদ্বোধন করেন ডিজি। সঙ্গে ছিলেন আইজি (পশ্চিমাঞ্চল) সঞ্জয় সিংহ, ডিআইজি (বাঁকুড়া) সুনীল চৌধুরি প্রমুখ। উদ্বোধন পর্বের পর জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার-সহ জেলার ওসি ও আইসিদের নিয়ে বৈঠক করেন ডিজি।
জানা গিয়েছে, বৈঠকে মাওবাদী অধ্যুষিত পাঁচ জেলার সাম্প্রতিক পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা এবং মাওবাদীদের গতিবিধি নিয়ে আলোচনা হয়। বাঁকুড়ার (Bankura) বৈঠক শেষে পুরুলিয়ায় রওনা দেন ডিজি। যদিও ডিজির এই সফর সম্পর্কে মুখে কুলুপ এঁটেছেন রাজ্য পুলিশের কর্তারা৷ প্রসঙ্গত, গত ৮ এপ্রিল মাওবাদীরা জঙ্গলমহলে বন্ধ ডাকার পর বিভিন্ন এলাকায় অপারেশন শুরু করে যৌথ বাহিনী। গোয়েন্দা দফতর সূত্রে পুলিশের কাছে খবর এসেছে, ঝাড়খণ্ড সীমান্তবর্তী বিভিন্ন গ্রামে মাওবাদীরা রাতের অন্ধকারে আসা-যাওয়া করছে। তাই এলাকার নেতাদের মাওবাদী নাশকতার বিষয়ে সতর্ক করার পাশাপাশি নিজেরাও সতর্ক থাকছে জঙ্গলমহল থানা এলাকার পুলিশ।